North 24 Parganas News: আড্ডা বদলে স্কেটিং, তরুণ-তরুণীদের নতুন নেশা এখন স্কেটিং
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
পড়াশোনা বা কাজর ফাঁকেই এখন আড্ডা বদলেছে এক অভিনব খেলায়। বিকেল হলেই এখন আড্ডার বদলে হাবরার এই রাস্তায় পায়ে চাকা লাগানো জুতো পড়ে চলছে স্কেটিং। এক দুজন নয় প্রায় ১০ জন মিলে হাবরার এক নম্বর ওয়ার্ডের বেলতলা বাইপাস রোডে দেখা মিলছে ছোট বড় নানা বয়সের যুবক-যুবতীদের।
উত্তর ২৪ পরগনা: পড়াশোনা বা কাজর ফাঁকেই এখন আড্ডা বদলেছে এক অভিনব খেলায়। বিকেল হলেই এখন আড্ডার বদলে হাবরার এই রাস্তায় পায়ে চাকা লাগানো জুতো পড়ে চলছে স্কেটিং। এক দুজন নয় প্রায় ১০ জন মিলে হাবরার এক নম্বর ওয়ার্ডের বেলতলা বাইপাস রোডে দেখা মিলছে ছোট বড় নানা বয়সের যুবক-যুবতীদের।
আর তাদের এই স্কেটিংয়ে উৎসাহ দিয়েছেন স্থানীয় এক যুবকই। ইউটিউব দেখে প্রথম মাথায় আসে এই খেলা রপ্ত করার ইচ্ছা। তারপর স্কেটিং বুট থেকে শুরু করে শরীরে আঘাত লাগা থেকে বাঁচতে গার্ড কিনে শুরু হয় প্রশিক্ষণ।
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোর মরশুমে জঙ্গল বুক থিম এবার হাওড়ায়
আজ প্রায় ১০ জন ছাত্র রয়েছে আয়রার যুবক দ্বীপ বাছারের। এলাকার অনেকেই এখন এই খেলা দেখে উদ্বুদ্ধ হয়ে চাইছেন প্রশিক্ষণ নিতে। তবে এলাকায় সঠিক পরিকাঠাম না থাকায় ব্যস্ত এই বাইপাস রাস্তায় চলছে প্রশিক্ষণ। সে ক্ষেত্রে নানা সময় নানা সমস্যার সম্মুখীন হলেও তা অতিক্রম করেই চলছে এই স্কেটিং প্র্যাক্টিস। আগামী দিনে এই স্কেটিংকে সঙ্গে নিয়েই নানা প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে হাবরার এই যুবকদের। এখন তাই বিকেল হলেই বাইপাস রোডে দুরন্ত গতিতে চাকা লাগানো এই স্কেটিং বুট পড়েই চলছে প্রশিক্ষণ।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 11, 2024 8:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: আড্ডা বদলে স্কেটিং, তরুণ-তরুণীদের নতুন নেশা এখন স্কেটিং
