Elephant in Dooars: লাগবে না টিকিট, করতে হবে না সাফারি! এই জায়গায় গেলেই দেখতে পাবেন হাতির পাল
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Elephant in Dooars: ভোর রাতে এলাকায় চলে আসছে হাতি, সকাল হলেই এলাকার মাঠ দিয়ে দৌঁড়াতে দেখা যায় বুনো হাতিকে। এই এলাকায় এলে সাফারির টাকা আর লাগবেনা কারও।
আলিপুরদুয়ার: ভোর রাতে এলাকায় চলে আসছে হাতি, সকাল হলেই এলাকার মাঠ দিয়ে দৌঁড়াতে দেখা যায় বুনো হাতিকে। এই এলাকায় এলে সাফারির টাকা আর লাগবে না কারও। আলিপুরদুয়ার জেলার সিধাবাড়ি এলাকায় বুনো হাতি দেখা যাচ্ছে ভোর থেকেই। এলাকাবাসীরা মেনে নিয়েছেন হাতির তান্ডবের বিষয়টি। আলিপুরদুয়ার জেলার শালকুমার ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় আপাতত দেখা যাচ্ছে একটি বুনো হাতিকে। এই হাতিটি এলাকায় ঘুরে বেরোনোর পাশাপাশি ক্ষয়ক্ষতি করে।
ভোর তিনটে বাজলেই জলদাপাড়া অভয়ারণ্যের একটি বুনো হাতি এসে প্রায় ঘন্টাখানেক তাণ্ডব চালায় এলাকায়। গত কয়েকদিন থেকেই জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া নিকটবর্তী এলাকা গুলিতে বুনো হাতি তাণ্ডব চালাচ্ছে। বন কর্মীরা যদিও রাতে হাতি তাড়ানোর জন্য ডিউটি করে চলেছেন। তবুও সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েই যাচ্ছে। কারণ সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারছেন না বন কর্মীরা, এর ফলে অনেকেরই বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বড় খবর! বাড়ছে টিভি দেখার খরচ! ১ ফেব্রুয়ারি থেকে চ্যানেলের নতুন দাম! রইল নয়া প্রাইস চার্ট
সিধাবাড়ি এলাকার খোকারাম বর্মনের বাড়ি ও নির্মলা মন্ডলের বাড়িতে বনকর্মীরা কেউ আসেনি বলে তাঁরা জানিয়েছেন। সকাল থেকেই এলাকার যুবকদের দেখা যায় ফোন হাতে মাঠের কোণে গিয়ে দাঁড়িয়ে থাকতে। হাতির ছবি তোলেন তাঁরা।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 2:40 PM IST
