'ঘরের জানলা ভাঙা ছিল, সেখান থেকে কেউ ঢুকে...', প্রদীপ করের মৃত্যু নিয়ে এবার বিস্ফোরক দিলীপ ঘোষ!
- Published by:Sanjukta Sarkar
- Reported by:Susmita Mondal
Last Updated:
Dilip Ghosh: আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আত্মহত্যা নয়, খুনের দিকেই ইঙ্গিত বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির। তাঁর প্রশ্ন, আত্মহত্যা করলে হাতের মধ্যে সুইসাইড নোট কীভাবে এল?
advertisement
advertisement
প্রবীণ বিজেপি নেতা, তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের অবস্থানটাকে ঠিক করতে হবে। কেউ এসে কিছু একটা বললেন, আর উনি স্টেটমেন্ট দিয়ে দিলেন। এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল আর রাজ্য সরকারের স্তরটা কোথায়?" 'জাস্টিস ফর প্রদীপ কর' স্লোগানের প্রেক্ষিতে দিলীপ বলেন, "কিছু একটা স্লোগান চাই রাস্তায় নামার জন্য।লোকগুলোও রাস্তার।"
advertisement
advertisement
advertisement
বিজেপি অবশ্য এটাও সামনে এনেছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল প্রদীপের। সেক্ষেত্রে কেন তাঁর নাম বাদ যাওয়ার কোনও সম্ভাবনাই তো ছিল না। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, “বাংলায় এই দেড়মাস ধরে বিভিন্ন মাতৃশক্তির আরাধনা হয়। তবে এই বাংলায় মহিলারা আজ নিরাপদ নয়। আরজি কর থেকে দুর্গাপুর একের পর এক ঘটনা ঘটছে। বাংলার মানুষের এই নিয়ে ভাবার সময় এসেছে”।
advertisement
