Dooars: ডুয়ার্স যাবেন? চমকে ওঠা খবর সামনে এল, পর্যটকরা শুনলে উৎফুল্ল হয়ে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Dooars: ডুয়ার্স উৎসবে বড় খবর! গভীর রাত পর্যন্ত চলবে এনবিএসটিসি বাস পরিষেবা।
আলিপুরদুয়ার: ডুয়ার্স উৎসব উপলক্ষে গভীর রাত পর্যন্ত বাস চালাতে চলেছে এনবিএসটিসি।আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের কথা মাথায় রেখে উৎসব কমিটির তরফে এনবিএসটিসি কর্তৃপক্ষের কাছে এই অনুরোধ রাখা হয়।
আগামী ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে আলিপুরদুয়ারের ডুয়ার্স উৎসব।এই উপলক্ষে তিনটি রুটে স্পেশাল বাস চালানো হবে।আলিপুরদুয়ার থেকে জোড়াই,আলিপুরদুয়ার ফালাকাটা হয়ে জলদাপাড়া পর্যন্ত,আলিপুরদুয়ার থেকে কোচবিহার রুটে রাত দশটা পর্যন্ত মিলবে বাস।
advertisement
উৎসব কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী জানান, “উৎসব দেখতে মানুষ দুরদুরান্ত থেকে আসতেন গাড়ি ভাড়া করে।টাকা অনেকটাই খরচ হয় এক্ষেত্রে।সকলে যাতে উৎসবে সামিল হতে পারেন তার জন্য এনবিএসটিসির কাছে অনুরোধ জানিয়েছিলাম।সাড়া মিলেছে।যারফলে আমরা খুশি।”
advertisement
আলিপুরদুয়ার থেকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বাস পাওয়া গেলেও সন্ধ্যার পর মেলেনা বাস।যারফলে সমস্যায় পড়তে হয় গ্রামের মানুষদের।স্পেশাল বাস চালু হলে উৎসব ঘুরে ঠিক সময়ে বাড়ি ফিরে যেতে পারবেন মানুষেরা।ডুয়ার্স উৎসবে রেকর্ড সংখ্যক ভিড় হতে পারে বলে দাবি উদ্যোক্তাদের।তাই সবটা নিয়মমাফিক হক চাইছেন তারা।
advertisement
—– Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 4:52 PM IST