Alipurduar News: আবহাওয়ায় বদল, টানা বৃষ্টি! লাভ না লোকসানের মুখ দেখতে চলেছে চা শিল্প!
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
ডুয়ার্স জুড়ে চা শিল্প নিয়ে এখন জোর জল্পনা
আলিপুরদুয়ার: ডুয়ার্স জুড়ে সম্প্রতি হয়ে চলেছে বৃষ্টি, আর এই বৃষ্টিতেই ঘুরে দাঁড়াতে চাইছে উত্তরের চা শিল্প। দ্বিতীয় ফ্লাশের চা পাতায় লাভের মুখ দেখবে ডুয়ার্স এলাকার চা শিল্প, বলে জানালেন বিশেষজ্ঞরা।
এভাবেই কিছুদিন বৃষ্টি চললে উন্নতমানের চা পাতা গজাবে। পাশাপাশি চা গাছে কীটপতঙ্গের উপদ্রবও কমবে এবং ‘দ্বিতীয় ফ্লাশের’ চায়ের উৎপাদন লাভজনক হবে বলে আশা করছেন চা উৎপাদনকারীরা। গত ফেব্রুয়ারি মাস থেকে উত্তরের চা বাগানগুলোতে পাতা তোলা শুরু হলেও পর্যাপ্ত বৃষ্টি হয়নি বলে দাবি একাধিক বাগান কর্তৃপক্ষের। যার কারণে চা গাছের স্বাস্থ্যকে ভাল রাখতে জল সেচের মাধ্যমে দিতে হয়েছে জল। যার কারণে ব্যয়ও অনেকটা বেড়েছে বলে দাবি বাগান কর্তৃপক্ষের। তবে, বর্তমানে চা বাগানে দ্বিতীয় ফ্লাশের সময় বৃষ্টি হয়ে চলায় আশার আলো দেখছেন চা বাগানের সঙ্গে জড়িত মানুষেরা।
advertisement
advertisement
তারা জানান, গত বছর তীব্র দাবদাহ এবং অনাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে চায়ের উৎপাদনে। এছাড়া একাধিক কীটনাশক প্রয়োগেও নিষেধাজ্ঞা জারি করেছে চা পর্ষদ। এই পরিস্থিতিতে বৃষ্টির খুবই প্রয়োজন। তবে তাদের দাবি, এবছরও শুরুর দিকে সেভাবে বৃষ্টি হয়নি। তবে সম্প্রতি বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ায় উৎপাদন বাড়বে এমনটাই আশা করছি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সময়ে যত বেশি বৃষ্টি হবে, তত ভাল মানের চা পাতা পাওয়া যাবে বলেও দাবি চা উৎপাদনকারীদের। বাগান কর্তৃপক্ষের কথায়, ভাল মানের চায়ের উৎপাদনের জন্য এই বৃষ্টি অত্যন্ত প্রয়োজন। এই বৃষ্টির ফলে বর্তমানে চা গাছে কুঁড়ি আসতে শুরু করেছে। এই দ্বিতীয় ফ্লাশে উন্নতমানের চা পাতা মিললে কিছুটা হলেও ক্ষতির মুখ থেকে বাঁচা যাবে।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 23, 2025 3:21 PM IST
