‘গুলির বদলা গুলি, খুনের বদলা খুন’, তৃণমূল নেতাদের হুমকি দিলেন দিলীপ ঘোষ

Last Updated:

ফের বেলাগাম রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ পঞ্চায়েত নির্বাচনের সময় শ্মশানে লাশ পাঠানোর হুমকি দিয়েছিলেন তিনি ৷

#জলপাইগুড়ি: ফের বেলাগাম রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ পঞ্চায়েত নির্বাচনের সময় শ্মশানে লাশ পাঠানোর হুমকি দিয়েছিলেন তিনি ৷ এবার প্রকাশ্যে জলপাইগুড়ির মঞ্চে সরাসরি তৃণমূল নেতাদের এনকাউন্টারের হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷
বিজেপির আইন অমান্য কর্মসূচিতে যোগ দিতে জলপাইগুড়ি যান দিলীপ ঘোষ ৷ সেখানেই ফের দিলীপ ঘোষের দেখা মিলল পুরোনো চেনা আক্রমণাত্মক ছন্দে ৷ রাজ্যের শাসকদলের কর্মীদের হুমকি দিয়ে দিলীপ বলেন,
পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা যেভাবে গুন্ডামি করছেন তাদের পরিষ্কার বলে দিচ্ছি গুলির বদলা গুলি, খুনের বদলা খুন ৷ কার কোথায় গুলি লাগবে কেউ জানে না ৷ আমরা প্রতিটা গুলির হিসেব রাখছি ৷ যারা আমাদের দলের নেতাদের হুমকি দেবে ৷ তাদের অত সহজে রেহাই মিলবে না ৷ এমনকী, কোনও কেষ্ট বা বিষ্টু তাদের বাঁচাতে পারবে না ৷
advertisement
advertisement
তবে, এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ ৷ তৃণমূল কংগ্রস আর কতদিন ক্ষমতায় থাকবে ৷ সেই নিয়েও এদিন ভবিষ্যদ্বানী করলেন দিলীপ ঘোষ ৷ বলেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনেই তৃণমূল কংগ্রেসের ধরাশায়ী অবস্থা হবে ৷ আর নবান্নে তখন তৃণমূল নয় ৷ থাকবে বিজেপি ৷’
শুধু তাই নয় ৷ পুলিশের সামনেই একের পর উস্কানিমূলক মন্তব্য করেন দিলীপ ৷ পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে ঠিকই ৷ কিন্তু একের পর এক মন্তব্যে বারবার শাসক দল এবং পুলিশকে কাঠগড়ায় তুলেছেন দিলীপ ঘোষ ৷ কিছুদিন আগেই এক দলীয় কর্মসূচিতে থানা ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন পুলিশকে। এবার তৃণমূল কর্মীদের গুলি করার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
‘গুলির বদলা গুলি, খুনের বদলা খুন’, তৃণমূল নেতাদের হুমকি দিলেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement