Jalpaiguri News: পথ হারিয়ে লোকালয়ে ঢোকাই হল কাল! কুকুরের কামড়ে মৃত্য়ু হরিণের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
কুকুরের কামড়ে হরিণের মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের
জলপাইগুড়ি: জঙ্গল পথ হারিয়ে জঙ্গলের পার্শ্ববর্তী গ্রামে চলে এসেছে হরিণ আর জঙ্গলে ফিরল না সেই হরিণটি। মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা এলাকার ঘটনা। বুধবার স্থানীয়রা এলাকার একটি ফাঁকা জমির মধ্যে ওই হরিণের দেহ দেখতে পায়। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। এরপর খবর দেওয়া হয় বন দফতরে।
খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে হরিণের দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে ওই হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে। এরপর এলাকার বেশ কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করে। কুকুরের কামড়েই হরিণটির মৃত্যু হয়েছে বলে বাসিন্দাদের অনুমান। তবে ময়নাতদন্তের পরেই হরিণের মৃত্যুর আসল কারণ জানা যাবে।
advertisement
advertisement
উল্লেখ্য এলাকাটির পাশেই রয়েছে খরিয়ার বন্দর জঙ্গল। ওই জঙ্গল থেকেই হরিণটি লোকালয়ে আসতে পারে বলে অনুমান বাসিন্দাদের। আদৌ কি কুকুরের কামড়, না অন্য কিছু কারণ রয়েছে। এখন পুরো বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 16, 2025 7:09 PM IST

