ফের শিলিগুড়িতে ডেঙ্গির বলি ১, জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক জনের, আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে

Last Updated:

মৃতের নাম পুরসভার ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা। বিষ্ণুপদ সাহা ছিলেন ওয়ার্ড তৃণমূলের সম্পাদক। ডেঙ্গি নিয়ে জরুরি বৈঠক তলব করেছেন মেয়র গৌতম দেব,

Death due to Dengue in Siliguri
Death due to Dengue in Siliguri
#শিলিগুড়ি:  ডেঙ্গি আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হল শিলিগুড়িতে। মৃত ব্যক্তি জ্বর এবং ডেঙ্গির উপসর্গ নিয়ে গত পরশু রাতে ভর্তি হয়েছিলেন শহরের এক বেসরকারী হাসপাতালে। প্লেটলেট নেমে গিয়েছিল ২০ হাজারে। ক্রমেই অবস্থার অবনতি হচ্ছিল। সঙ্গে অন্য নানা রোগেও আক্রান্ত ছিলেন। সবমিলিয়ে চলতি বছরে শিলিগুড়ি পুর এলাকাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯! মৃতের নাম বিষ্ণুপদ সাহা। পুরসভার ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা। বিষ্ণুপদ সাহা ছিলেন ওয়ার্ড তৃণমূলের সম্পাদক।
দীর্ঘদিন ধরে ওই পদে আসীন ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন মেয়র, ডেপুটি মেয়র। ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন বলে জানান মেয়র গৌতম দেব। তিনি বলেন, এন এস ওয়ান পজিটিভ ছিল। শেষে মাল্টি অর্গান ফেল করে যায়। শহরে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার ৭০০! মাঝে কিছুটা প্রকোপ কমেছিল। ফের হু হু করে বাড়ছে সংক্রমণ।
advertisement
advertisement
উদ্বেগে শহরবাসী। মশার উপদ্রবে কার্যত টেকা দায়। ২৩ নং ওয়ার্ডেরই আর এক বাসিন্দা নান্টু পালেরও মৃত্যু হয়েছে আজ। সেও ডেঙ্গি আক্রান্ত ছিল বলে পরিবারের দাবী। ডেঙ্গির উপসর্গ নিয়ে গতকালই ভর্তি হয়েছিলেন বেসরকারী হাসপাতালে। সঙ্গে কিডনির অসুখেও ভুগছিলেন। তাঁরও প্লেটলেট নেমে গিয়েছিল।
advertisement
যদিও মেয়র জানান, ডেঙ্গিতেই মৃত্যু কীনা খোঁজ নেওয়া হবে।এদিকে ডেঙ্গি নিয়ে তৃণমূল এবং বিজেপির তরজা তুঙ্গে। তৃণমূল পরিচালিত পুরসভার অদক্ষতাকেই দায়ী করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
advertisement
ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ পুরসভা। বিরোধীদের সঙ্গে কোনো আলোচনাই করছেন না মেয়র। আজ মহামারীর আকার নিয়েছে শহরে। ডেঙ্গির প্রকোপ বাড়ছে, নিয়ন্ত্রণে আনতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলে পালটা জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তবে বিধায়কের অভিযোগ মানতে নারাজ তিনি। তাঁর দাবি, প্রায় এক মাস উৎসবের মরসুমে ডুবে ছিল শহরবাসী। তবুও শহরকে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখতে সদা তৎপর ছিল পুরসভা। এদিকে কাল মঙ্গলবার ডেঙ্গি নিয়ে জরুরী বৈঠক তলব করেছেন মেয়র গৌতম দেব।
advertisement
Partha Sarkar
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফের শিলিগুড়িতে ডেঙ্গির বলি ১, জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক জনের, আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement