বাবার খাওয়ার থালা ধুতে গিয়ে একে একে ডুবে গেল দুই মেয়ে, তারপর বাবার পরিণতিও মর্মান্তিক

Last Updated:

বাবাকে খাবার দিতে গিয়ে দুই বোন ও বাবার তিনজনের জলে ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল লালগোলার মুকিমনগর গ্রামে

#মুর্শিদাবাদ: বাবাকে খাবার দিতে গিয়ে দুই বোন ও বাবার তিনজনের জলে ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল লালগোলার মুকিমনগর গ্রামে । মৃতরা হল অন্বেষা খাতুন নাফিসা সুলতানা  ও বাবা রাইজুদ্দীন সেখ  গ্রামবাসীরাই নসিপুর বিল থেকে দেহগুলিকে তুলে কানাপুকুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে ।
ভুট্টার জমিতে ভুট্টা লাগাতে গিয়েছিলেন রাইজুদ্দিন । ভুট্টার জমির পাশেই নসিপুর বিল । অন্বেষা ও নাফিসা দুইজনেই একসাথে বাবার জন্য দুপুরের খাবার জমিতে দিতে গিয়েছিল। বাবার কাছে যাওয়ার আগে থালাটাকে ধোওয়ার জন্য অন্বেষা নেমেছিল বিলের জলে ।
advertisement
advertisement
সেইসময় হঠাৎ করে পা পিছলে তলিয়ে যায় অন্বেষা । বোনের চিৎকারে কিছুটা দূরে চলে যাওয়া নাফিসা ছুটে এসে জলের মধ্যে নেমে পড়ে কিন্তু বোনকে বাঁচাতে পারেনি । দুই বোনই তলিয়ে যায় বাবা রাইজুদ্দিন লক্ষ্য করতেই ছুটে এসে বিলের মধ্যে ঝাপিয়ে পড়ে । মেয়েদেরকে জল থেকে তুলতে পারেননি উল্টে নিজেও তলিয়ে যান ।
advertisement
পাশের জমিতে যাঁরা কাজ করছিলেন তারা ছুটে আসে বিলের কাছে । এরপর তাঁরা নেমে একে একে বাবা ও দুই মেয়ের মৃতদেহ জল থেকে তোলা হয়। সঙ্গে সঙ্গে কানাপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে। মুক্তার হোসেন বলেন,  ‘‘আমি জমিতে জল দিচ্ছিলাম। হঠাৎ করে চিৎকার শুনতে পাই জলে ডুবে গেল জলে ডুবে গেল  জলে ঝাঁপ দিই । দেহগুলো তুলি । কিন্তু তিন জনই তখন মারা গেছে ।’’
advertisement
খান মহম্মদ সেখ বলেন, ‘‘মাঠে আমরা দশ বারো জনই কাজ করছিলাম নিজের নিজের জমিতে হঠাৎই চিৎকার শুনতে পাই । ছুটে যাই দুটো মেয়েকে   থমে তুলি । তারপর আরো একজন বলে ওর বাবাও রয়েছে একটু খোজাখুজি করতেই রাইজুদ্দীন এর দেহ পাওয়া যায় কিন্তু বাঁচানো গেল না ।’’
Pranab Kumar Banerjee
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবার খাওয়ার থালা ধুতে গিয়ে একে একে ডুবে গেল দুই মেয়ে, তারপর বাবার পরিণতিও মর্মান্তিক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement