হ্যাপি বার্থডে লক্ষ্মণ, ভেরি ভেরি স্পেশালের ডাক নামের আসল কারণ জানেন কী?
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
লক্ষ্মণ প্রথম ৪ টেস্ট ৪৯৪ রান করেছিলেন নিজের প্রথম সিরিজে৷ যার মধ্যে ২ টি শতরান ছিল৷
#কলকাতা: ভানগিপুরাপ্পু ভেঙ্কটা সাই লক্ষ্মণ -বা ভিভিএস লক্ষ্মণ ১৯৭৪ সালের ১ নভেম্বর হায়দরাবাদে জন্মেছিলেন৷ তাঁকে অনেক সময়েই ভালবেসে ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ বলে ডাকা হয়৷ 'very very special Laxman' তাঁর ফ্যানদের দেওয়া নাম৷ আর বলবেই না বা কেন? কত জনই বা তাঁর মতো সাফল্য জীবনে পেয়েছেন৷ অনেক বড় ক্রিকেটারও যা করতে পারেননি এমন অনেক অ্যাচিভমেন্ট করেছেন লক্ষ্মণ৷ কলকাতার মাঠে তাঁর ২৮১ রানের অবিস্মরণীয় ইনিংস সবসময়েই ক্রিকেটের ঈর্ষণীয় পারফরম্যান্সের তালিকায় থাকবেন৷
আজ ভিভিএস লক্ষ্মণের জন্মদিন৷ ভারতের স্টাইলিশ এই ব্যাটসম্যান তাঁর নিজের কৃতিত্বের জন্য সবসময়েই ফ্যানদের মনে রাজ করছেন৷ টেস্ট ক্রিকেটের স্পেশালিস্ট ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ৷ তাঁর ভিভিএস-কে ভেরি ভেরি স্পেশাল হিসেবেই ডাকনাম ব্যবহার হয়৷ অস্ট্রেলিয়ান তারকা ইয়ান চ্যাপেল প্রথমবার এই নামে তাঁকে ডাকেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০৩-০৪ সালে এই নাম পান৷ ক্রিকেট কেরিয়ারে একাধিক উজ্জ্বল পারফরম্যান্স তাঁর৷ তিনি একাধিক ম্যাচে ভারতকে জয়ের রাস্তায় পৌঁছে দিয়েছেন৷
advertisement
🧢 134 Tests 🏏 8781 runs 🅰️ 45.97 average 💯 17 centuries, 56 fifties
A sublime stroke-maker, a master at batting with the lower order 💫 He played THAT majestic innings of 281 against Australia at Kolkata 🙌 Happy birthday, VVS Laxman! — ESPNcricinfo (@ESPNcricinfo) November 1, 2022
advertisement
advertisement
লক্ষ্মণ প্রথম ৪ টেস্ট ৪৯৪ রান করেছিলেন নিজের প্রথম সিরিজে৷ যার মধ্যে ২ টি শতরান ছিল৷ ১৯৯৬ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষেক হয়েছিল তাঁর৷ তিনি বিপক্ষের জন্য সবসময়েই ভয়ের হতেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ইনিংস অবিস্মরণীয়৷ লক্ষ্মণ ২৮১ রানের ব্রিলিয়ান্ট ইনিংস খেলেন ২০০১ -র মার্চ মাসে৷ ইডেন গার্ডেন্সের সেই ইনিংস সকলের মনের মণিকোঠায় সঞ্চয় করেছেন৷
advertisement
ভিভিএস লক্ষ্মণ ১৩৪ টেস্টে ম্যাচে ভারতের জার্সিতে৷ তাতে ৮,৭৮১ রান করেছিলেন৷ লক্ষ্মণ ১৭ টি শতরান এবং ৫৬ টি অর্ধশতরান করেছিলেন৷ তাঁর ১৭ টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ৬ টি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ একদিনের ক্রিকেটে তাঁর ৬ টি শতরানের মধ্যে ৪ টি শতরান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷
ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর , ভিভিএস লক্ষ্মণ .একমাত্র ব্যাটসম্যান যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ রান করেন৷ স্টাইলিশ এই ব্যাটসম্যান ৮৬ একদিনের ম্যাচে ২,৩৩৮ রান করেছিলেন৷ একদিনের ক্রিকেটে তাঁর ৬ টি শতরান রয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2022 4:51 PM IST