হ্যাপি বার্থডে লক্ষ্মণ, ভেরি ভেরি স্পেশালের ডাক নামের আসল কারণ জানেন কী?

Last Updated:

লক্ষ্মণ প্রথম  ৪ টেস্ট ৪৯৪ রান করেছিলেন নিজের প্রথম সিরিজে৷ যার মধ্যে ২ টি শতরান ছিল৷

Happy Birthday VVS Laxman
Happy Birthday VVS Laxman
#কলকাতা: ভানগিপুরাপ্পু ভেঙ্কটা সাই লক্ষ্মণ -বা ভিভিএস লক্ষ্মণ ১৯৭৪ সালের ১ নভেম্বর হায়দরাবাদে জন্মেছিলেন৷ তাঁকে অনেক সময়েই ভালবেসে ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ বলে ডাকা হয়৷  'very very special Laxman' তাঁর ফ্যানদের দেওয়া নাম৷  আর বলবেই না বা কেন? কত জনই বা তাঁর মতো সাফল্য জীবনে পেয়েছেন৷ অনেক বড় ক্রিকেটারও যা করতে পারেননি এমন অনেক অ্যাচিভমেন্ট করেছেন লক্ষ্মণ৷ কলকাতার মাঠে তাঁর ২৮১ রানের অবিস্মরণীয় ইনিংস সবসময়েই ক্রিকেটের ঈর্ষণীয় পারফরম্যান্সের তালিকায় থাকবেন৷
আজ ভিভিএস লক্ষ্মণের জন্মদিন৷ ভারতের স্টাইলিশ এই ব্যাটসম্যান তাঁর নিজের কৃতিত্বের জন্য সবসময়েই ফ্যানদের মনে রাজ করছেন৷ টেস্ট ক্রিকেটের স্পেশালিস্ট ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ৷ তাঁর ভিভিএস-কে ভেরি ভেরি স্পেশাল হিসেবেই ডাকনাম ব্যবহার হয়৷ অস্ট্রেলিয়ান তারকা ইয়ান চ্যাপেল প্রথমবার এই নামে তাঁকে ডাকেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০৩-০৪ সালে এই নাম পান৷ ক্রিকেট কেরিয়ারে একাধিক উজ্জ্বল পারফরম্যান্স তাঁর৷ তিনি একাধিক ম্যাচে ভারতকে জয়ের রাস্তায় পৌঁছে দিয়েছেন৷
advertisement
advertisement
advertisement
লক্ষ্মণ প্রথম  ৪ টেস্ট ৪৯৪ রান করেছিলেন নিজের প্রথম সিরিজে৷ যার মধ্যে ২ টি শতরান ছিল৷  ১৯৯৬ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষেক হয়েছিল তাঁর৷  তিনি বিপক্ষের জন্য সবসময়েই ভয়ের হতেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ইনিংস অবিস্মরণীয়৷ লক্ষ্মণ ২৮১ রানের ব্রিলিয়ান্ট ইনিংস খেলেন ২০০১ -র মার্চ মাসে৷ ইডেন গার্ডেন্সের সেই ইনিংস সকলের মনের মণিকোঠায় সঞ্চয় করেছেন৷
advertisement
ভিভিএস লক্ষ্মণ ১৩৪ টেস্টে ম্যাচে ভারতের জার্সিতে৷ তাতে ৮,৭৮১ রান করেছিলেন৷ লক্ষ্মণ ১৭ টি শতরান এবং ৫৬ টি অর্ধশতরান করেছিলেন৷ তাঁর ১৭ টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ৬ টি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ একদিনের ক্রিকেটে তাঁর ৬ টি শতরানের মধ্যে ৪ টি শতরান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷
ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর , ভিভিএস লক্ষ্মণ .একমাত্র ব্যাটসম্যান যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ রান করেন৷  স্টাইলিশ এই ব্যাটসম্যান  ৮৬ একদিনের ম্যাচে ২,৩৩৮ রান করেছিলেন৷ একদিনের ক্রিকেটে তাঁর ৬ টি শতরান রয়েছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
হ্যাপি বার্থডে লক্ষ্মণ, ভেরি ভেরি স্পেশালের ডাক নামের আসল কারণ জানেন কী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement