Darjeeling News: ঘন মেঘ, কুয়াশার চাদর, নভেম্বরে দার্জিলিংয়ের রাস্তায় রাস্তায় জ্বলল আগুন
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Darjeeling Weather: ইতিমধ্যেই ঘন কুয়াশা এবং মেঘে ঢাকা আকাশ জানান দিচ্ছে গুটিগুটি পায়ে উত্তরবঙ্গে শীত আসছে।
দার্জিলিং: ইতিমধ্যেই পাহাড় জুড়ে শীতের আমেজ। পাহাড়ের ঠান্ডা শীতল আবহাওয়া উপভোগ করতে শৈলশহর দার্জিলিংয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছে পর্যটকেরা। এই সময় একদিকে যেমন শৈল শহরে দাঁড়িয়ে দেখা মেলে বরফের চাদরে ঢাকা ঘুমন্ত বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা তেমনি গায়ে মোটা জ্যাকেট জড়িয়ে শৈল শহরে ঠান্ডার আমেজ উপভোগ করতে ব্যস্ত পর্যটকেরা।
ইতিমধ্যেই ঘন কুয়াশা এবং মেঘে ঢাকা আকাশ জানান দিচ্ছে গুটিগুটি পায়ে উত্তরবঙ্গে শীত আসছে। সমতল থেকে শুরু করে পাহাড়ে পারদ নামতে শুরু করেছে। সব মিলিয়ে হার কাঁপানো ঠান্ডা আস্তে চলেছে উত্তরবঙ্গে। ঠান্ডা আসার সাথে সাথেই দেখা মিলল পাহাড়ের বিভিন্ন জায়গায় রাস্তার ধারে নিজের শরীরকে গরম করতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা। শীত আসলেই পাহাড়ের বিভিন্ন জায়গায় বা হোমস্টেতে যেমন পর্যটকেরা বন ফায়ার করতে মরিয়া হয়ে ওঠে তেমনি ঠান্ডার থেকে স্বস্তি পেতে রাস্তার ধারেই লকড়ি বা কাঠ কেটে আগুন জ্বালিয়ে সেই আগুনের তাপে নিজেদের শরীর গরম রাখতে ছোট্ট ছোট্ট বন ফায়ার স্থানীয়দের।
advertisement
advertisement
এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি বিবেক রাউথ বলেন, ‘‘নভেম্বর মাস আস্তেই শৈল শহর দার্জিলিয়ে বেজায় ঠান্ডা সেই অর্থেই আগুন জ্বালিয়ে নিজেদের শরীরকে স্বস্তি দিতে সকলে বসে আড্ডা দিতে দিতে আগুন তাপাচ্ছি। ঠান্ডার সময় এই আগুনের পাশে বসে আড্ডা দিতে বেশ ভাল লাগে।’’
advertisement
শৈল শহরে পারদ কমতে না কমতেই শীতের আগে যে মেতে উঠল পর্যটক থেকে শুরু করে স্থানীয় সকলেই। সব মিলিয়ে চলতি মাসেই জাকিয়ে শীত উত্তরবঙ্গ জুড়ে। এ যেন এক অন্যরকম আমেজ। শীত আসতেই বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট করে আগুন জ্বালিয়ে সে আগুনের ধারে বসে চলে জমজমাটি আড্ডা সঙ্গে ঠান্ডার থেকে শরীরকে স্বস্তি দিতে হাত পা আগুনে একটু সেকে নিলেই বেজায় আরাম। এ যেন এক শীতের উৎসব।
advertisement
Sujoy Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 13, 2024 2:36 PM IST







