Darjeeling News: দার্জিলিং বেড়াতে যাচ্ছেন? এই নতুন নিয়ম জানেন তো? ভুল করলেই ৫ হাজার টাকা জরিমানা!
- Published by:Piya Banerjee
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
Darjeeling News: শীত মানেই দার্জিলিং! তবে এবার থেকে এই নিয়ম না জানা থাকলে মহা বিপদ! রাস্তা ঘাটে এই ভুল করলেই হাজার হাজার টাকা জরিমানা! স্পট ফাইন! জানুন
#দার্জিলিং: শৈলশহরকে দূষণমুক্ত রাখতে নয়া উদ্যোগ পুরসভার। পাহাড়ি শহরে নয়া তিনটে বিধিনিষেধ আরোপ করেছে হামরো পার্টি পরিচালিত দার্জিলিং পুরসভা থেকে। কি সেই বিধিনিষেধ? জনবহুল এলাকায় সিগারেট ধরানো যাবে না। যত্রতত্র থুতুও ফেলা যাবে না। তেমনই ইতিউতি পুরসভার নিজস্ব ডাস্টবিন ছাড়া নোংরা, আবর্জনাও ফেলা যাবে না। আইন ভাঙলেই স্পট ফাইন। গত ৫ নভেম্বর থেকে এই আইন চালু করা হয়েছে পাহাড়ে। পুর এলাকায় নিয়ম না মানলে করা হবে আর্থিক জরিমানাও।
আজ আচমকা পুলিশকে নিয়ে অভিযানে নামে দার্জিলিং পুরসভা। নেতৃত্ব দেন জঞ্জাল অপসারণ বিভাগের ভারপ্রাপ্ত কাউন্সিলর গোপাল পারিয়ার। আজ বিগবাজার থেকে চকবাজার হয়ে সোজা ম্যাল রোড ধরে চলে অভিযান। প্রকাশ্যে ধূমপান করায় পর্যটক সহ ১০ জনকে আজ হাতেনাতে ধরে ফেলে পুরসভার কর্তারা। তৎক্ষনাৎ নিয়ম ভাঙায় মাথাপিছু ৫০০ টাকা করে জরিমানা করা হয়। স্পট ফাইন করায় রীতিমতো চমকে ওঠেন পর্যটকেরাও। শৈলশহর এই মুহূর্তে পর্যটকদের ভিড়ে ঠাসা। দিন দিন দূষণের মাত্রাও বেড়েছে। পাহাড়বাসী থেকে পর্যটকদের দূষণের হাত থেকে মুক্তি দিতেই এই নয়া দাওয়াই পুরসভার।
advertisement

advertisement
ধারাবাহিকভবে এই অভিযান চলবে বলে জানান পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগের ভারপ্রাপ্ত কাউন্সিলর গোপাল পারিয়ার। তিনি জানান, শহরের জনবহুল এলাকাতেই নজরদারি চালাবে পুরসভা। সেইসঙ্গে একটি মোবাইল নম্বরও দেওয়া হচ্ছে। সেখানে পুরবাসী ছবি সহ স্পটের নাম লিখে অভিযোগ জানাতে পারবেন। এক্ষেত্রে অভিযোগকারীর নাম গোপনেই রাখা হবে। ছবি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবে পুরসভার টিম। এবং অভিযুক্তকে স্পট ফাইন করা হবে। পর্যটকেরাও রেহাই পাবে না। থুতু ফেলা ও ধূমপানের জন্যে ৫০০ টাকা এবং যত্রতত্র নোংরা, আবর্জনা ফেললে ৫ হাজার টাকা জরিমানা করা হবে। চালানও কেটে দেওয়া হবে।পুরসভার এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছে দার্জিলিংয়ের বিশিষ্টজনেরা। হালকাভাবে মাঝে মধ্যে অভিযান চালালে হবে না, ধারাবাহিকতা বজায় রাখার আর্জি হানিয়েছেন তারা।
advertisement
পার্থপ্রতিম সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2022 11:02 PM IST