Malda News: জলের দরে বিকোচ্ছে শীতের পোশাক! ভুটিয়া মার্কেট চেনেন তো? রইল খোঁজ
- Published by:Piya Banerjee
Last Updated:
Malda News: ভুটিয়া বাজারে এখনও যাননি? দারুণ সস্তায় বিক্রি হচ্ছে শীতের পোশাক! সোয়েটার, চাদর, টুপি, জ্যাকেট কী নেই? জেনে নিন কোথায়, কী ভাবে যাবেন এবং কী কিনবেন কত দামে!
#মালদহ: প্রতি বছরের মতো এবছরও মালদহ শহরে শীতের পোশাকের বাজার বসেছে। ভিন রাজ্যের ব্যবসায়ীরা মূলত শীতের মরশুমে মালদহ শহরে এই বাজার নিয়ে আসেন। মূলত শীতের পোশাক পাওয়া যায় এই বাজারে। শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ প্রত্যেকের বিভিন্ন রকমের ডিজাইনের গরম পোশাক পাওয়া যায় এখানে। একদামের বাজার এটি। তারপরেও মালদহ জেলা সহ আশেপাশের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলা এমনকি বিহার ঝাড়খন্ড থেকে বহু সাধারণ মানুষ এই বাজারে শীতের পোশাক কিনতে আসেন। মাঝে দুই বছর করোনার জন্য শীতের বাজার বসেনি। কত বছর থেকে আবারো ভীনরাজ্যের ব্যবসায়ীরা এই বাজার নিয়ে হাজির হয়েছেন মালদহ।
মূলত উত্তর-পূর্ব ভারতের হিমাচল প্রদেশ ও সংলগ্ন এলাকার পোশাক ব্যবসায়ীরা এই বাজার নিয়ে আসেন মালদায়। হিমাচল প্রদেশের স্থানীয় গরম পোশাক মালদহের বাজারে বিক্রি করেন। সাধারণত এই ধরনের পোশাক অন্যান্য বাজারে পাওয়া যায় না তাই প্রতি বছর এই অস্থায়ী বাজার বসতেই জেলার সাধারণ মানুষ ভিড় করেন এখানে।
advertisement
advertisement
এক দাম হলেও উন্নতমানের পোশাক পাওয়া যায় এখানে। যা শীতে খুবই কার্যকারী। তাই সাধারণ মানুষ এখানে ভিড় করে পোশাক কেনেন। দুর্গা পুজোর পর থেকেই এখানে বাজার বসাতে শুরু করেন ভিন রাজ্যের ব্যবসায়ীরা। গোটা শীতের মরশুম পর্যন্ত চলে বাজার। ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেচাকেনা হয়ে থাকে তারপর ব্যবসায়ীরা আবার ফিরে চলে যান।
advertisement
হরষিত সিংহ
Location :
First Published :
November 11, 2022 10:32 PM IST