Darjeeling News: সান্দাকফুতে বেড়াতে যাওয়াই কাল হল, অক্সিজেনের অভাবে মৃত্যু যাদবপুরের বৃদ্ধার

Last Updated:

দার্জিলিংয়ের সান্দাকফুতে ছুটি কাটাতে এসে মৃত্যু কলকাতার বৃদ্ধার। সোমবার দুপুরে সান্দাকফুর উচ্চতায় পৌঁছেই প্রবল শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন যাদবপুরের বাসিন্দা ৭২ বছরের অনিন্দিতা গঙ্গোপাধ্যায়

সান্দাকফুতে অক্সিজেন সংকটে মৃত্যু!
সান্দাকফুতে অক্সিজেন সংকটে মৃত্যু!
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : দার্জিলিংয়ের সান্দাকফুতে ছুটি কাটাতে এসে মৃত্যু কলকাতার বৃদ্ধার। সোমবার দুপুরে সান্দাকফুর উচ্চতায় পৌঁছেই প্রবল শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন যাদবপুরের বাসিন্দা ৭২ বছরের অনিন্দিতা গঙ্গোপাধ্যায়। তাঁকে দ্রুত হাসপাতালে নামিয়ে আনা হলেও শেষরক্ষা হয়নি।
জানা যায়, চারদিন আগেই পাহাড়ে গিয়েছিলেন অনিন্দিতা গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিল বোন-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। দার্জিলিং, লেপচাজগত, টুমলিং হয়ে সোমবার সকালে গাড়িতে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। সূত্রের খবর, প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় পৌঁছনোর অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন অনিন্দিতা গঙ্গোপাধ্যায়। অত্যন্ত কম অক্সিজেনের প্রভাবে তাঁর শ্বাসকষ্ট বাড়তে থাকে।
advertisement
ঘটনার পর সিঙ্গালিলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের সহায়তায় তাঁকে দ্রুত সুখিয়াপোখরি হাসপাতালে আনা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি তাঁকে। হাসপাতালেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন জিটিএ-র একাধিক আধিকারিক। জিটিএ-র তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর দেহ শিলিগুড়িতে আনা হবে। ঘটনায় পর্যটন প্রশাসনের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
advertisement
advertisement
উচ্চতা এবং তীব্র ঠান্ডার কারণে শ্বাসকষ্ট-সহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে—পর্যটকদের সেই সতর্কবার্তাই আবারও আলোচনায়। মরশুমের শুরুতেই ভিড় বাড়লেও পাহাড়ে ওঠার আগে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা জরুরি বলে মত চিকিৎসকদের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: সান্দাকফুতে বেড়াতে যাওয়াই কাল হল, অক্সিজেনের অভাবে মৃত্যু যাদবপুরের বৃদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় !

  • রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা

  • তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না

VIEW MORE
advertisement
advertisement