বুকে ব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসে রোগীর মৃত্যু! চিকিৎসায় গাফিলতি? গ্রামীণ হাসপাতাল বদলে গেল রণক্ষেত্রে

Last Updated:

Darjeeling News: খড়িবাড়ির নেতাজি পল্লীর বাসিন্দা রাজা দত্ত বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক সঠিক চিকিৎসা না করায় মৃত্যু হয়েছে রাজার।

রোগী মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল খড়িবাড়ির গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে
রোগী মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল খড়িবাড়ির গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: গ্রামীণ হাসপাতালে মৃত্যু হল রোগীর। আর তারপরেই হাসপাতাল বদলে গেল রণক্ষেত্রে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ল পরিবার পরিজনেরা। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।
চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। গোটা ঘটনায় ক্ষোভ দার্জিলিং জেলার খড়িবাড়ি জুড়ে। জানা গিয়েছে, খড়িবাড়ির নেতাজি পল্লীর বাসিন্দা রাজা দত্ত বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক সঠিক চিকিৎসা না করায় মৃত্যু হয়েছে রাজার।
আরও পড়ুনঃ শিক্ষকদের পদোন্নতি, স্থায়ী কর্মসচিব নিয়োগ! বিশ্বভারতীর কর্ম সমিতির বৈঠকে দারুণ সব সিদ্ধান্ত, আর কী কী বদল আনছেন বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য
উলটে ঘটনায় রোগীর পরিজনেদের ভয় দেখানোর অভিযোগ উঠে হাসপাতালের এক চিকিৎসকে বিরুদ্ধে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। গোটা ঘটনায় ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় মৃতের বন্ধুরা। তাদের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঠিকভাবে না থাকায় বাইরে আউটডোরে চিকিৎসা করা হয়। ফোন করে ডাকতে হয় চিকিৎসককে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ছ’মাস ধরে নিখোঁজ! উত্তরপ্রদেশের যুবক ঘাপটি মেরে রয়েছে রাজ্যে, জানতে পেরে পুলিশ কী করল জানেন?
শুধু তাই নয় একাধিক অভিযোগ রয়েছে চিকিৎসকের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ সফিউল আলম মল্লিক। তিনি জানান, রোগীর সমস্যা ছিল। তাকে কার্ডিওলজি বিভাগের চিকিৎসকের কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এই ঘটনা। অন্যদিকে অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বুকে ব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসে রোগীর মৃত্যু! চিকিৎসায় গাফিলতি? গ্রামীণ হাসপাতাল বদলে গেল রণক্ষেত্রে
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement