Visva-Bharati University: শিক্ষকদের পদোন্নতি, স্থায়ী কর্মসচিব নিয়োগ! বিশ্বভারতীর কর্ম সমিতির বৈঠকে দারুণ সব সিদ্ধান্ত, আর কী কী বদল আনছেন বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Visva-Bharati University: কর্ম সমিতির বৈঠকে স্থায়ী নিয়োগের অনুমোদন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষকের পদোন্নতির অনুমোদনও দেওয়া হয়েছে।
advertisement
ঠিক তেমনই এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পেতে চলেছে স্থায়ী কর্মসচিব ও দুটি ভবনের স্থায়ী ডিরেক্টর। এরই সঙ্গে বেশ কয়েকজন শিক্ষকের পদোন্নতিতে সম্মতি দেওয়া হয়েছে। বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর কর্মসমিতির এক বিশেষ বৈঠকে এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
প্রসঙ্গত গত দু'বছর আগে অর্থাৎ ২০২৩ সালের ৮ নভেম্বর বিশ্বভারতী স্থায়ী উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন একাধিক বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। এরপরেই ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিযুক্ত হন তৎকালীন কলা ভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
advertisement
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, চার ঘণ্টার কাছাকাছি বৈঠক চলে। সম্প্রতি বিশ্বভারতীতে স্থায়ী কর্মসচিবের পাশাপাশি রবীন্দ্রভবন, শ্রীনিকেতনে ডিরেক্টর পদের নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়। আর এই বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে বেশ কয়েকজন শিক্ষকের পদোন্নতির অনুমোদনও দেওয়া হয়।(ছবি ও তথ্য: সৌভিক রায়)









