ছ’মাস ধরে নিখোঁজ! উত্তরপ্রদেশের যুবক ঘাপটি মেরে রয়েছে রাজ্যে, জানতে পেরে পুলিশ কী করল জানেন?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Hingalganj Police: প্রায় ছ’মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল উত্তরপ্রদেশের বাসিন্দা সনু। ভাগ্যের ফেরে সনু ঘুরতে ঘুরতে চলে আসে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ এলাকায়।
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: হিঙ্গলগঞ্জ থানার উদ্যোগে ছ’মাস পর পরিবারের কাছে ফিরল উত্তরপ্রদেশের সনু। উত্তরপ্রদেশের এক যুবককে ছ’মাস পর তার পরিবারের হাতে তুলে দিল হিঙ্গলগঞ্জ থানা। হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে খুশির অশ্রুতে ভেসে গেল পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছ’মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল উত্তরপ্রদেশের বাসিন্দা সনু। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও কোনও খোঁজ না মেলায় দিশেহারা ছিলেন তার বাবা রমেশ, মা এবং বড় ভাই।
আরও পড়ুনঃ পুজোর আগে মহিলাদের জন্য দারুণ খবর! এক ছাদের তলায় বৈচিত্র্যময় পণ্যের সম্ভার, শপিং মিস করবেন না, কোথায় জানুন
ভাগ্যের ফেরে সনু ঘুরতে ঘুরতে চলে আসে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ এলাকায়। স্থানীয় বাসিন্দারা তাকে অচেনা অবস্থায় এদিক-ওদিক ঘুরতে দেখে পুলিশকে খবর দেন। পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধার করে। নথি যাচাই-বাছাই ও পরিবারের সঙ্গে যোগাযোগের পর নিশ্চিত হওয়া যায় যে, ওই ছেলেটি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। পরিবারের পাঠানো নথি ও ছবির ভিত্তিতে বিষয়টি যাচাই করেন পুলিশকর্মীরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে সনুর বাবা-মা ও বড় ভাই হিঙ্গলগঞ্জ থানায় ছুটে আসেন। ছয় মাস পর ছেলেকে কাছে পেয়ে তাদের মুখে হাসি আর চোখে জল। অবশেষে পুলিশের তত্ত্বাবধানে সনুকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আবেগে আপ্লুত পরিবার কৃতজ্ঞতা জানায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও রাজ্য প্রশাসনকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছ’মাস ধরে নিখোঁজ! উত্তরপ্রদেশের যুবক ঘাপটি মেরে রয়েছে রাজ্যে, জানতে পেরে পুলিশ কী করল জানেন?