Darjeeling News: বড়দিনের আগেই বড় ধাক্কা, বন্ধ হল গ্লেনারিজ বার! তালা ঝোলালো আবগারি দফতর, মাথায় হাত পর্যটকদের
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Riya Das
Last Updated:
Darjeeling News: বড়দিনের আগেই বড় ধাক্কা, বড়দিনের আগে পাহাড়ের ১০০ বছরের পুরনো বারে তালা ঝোলালো আবগারি দফতর।
দার্জিলিং: দার্জিলিং বেড়াতে গিয়েছেন, আর গ্লেনারিজ ঢুঁ মারেননি এমন পর্যটক হাতে গোনা। ইংরেজ আমলে তৈরী এই গ্লেনারিজ। যা বিদেশী পর্যটকদের কাছেও অতি জনপ্রিয়। আজ সেই বারে তালা ঝোলালো আবগারি দফতর।
আবগারি আইন অমান্য করায় তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হল এই বার। বড়দিন এবং নতুন ইংরেজি নববর্ষের আগে যা বড় ধাক্কা।
আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন
এর মালিক জিটিএর বিরোধী সভাসদ অজয় এডওয়ার্ড। এই মূহূর্তে তিনি পাহাড়ের বাইরে। এই খবর জানাজানি হতেই মাথায় হাত পড়ল পর্যটকদের৷
advertisement
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! ২০২৬-এ দুনিয়া কাঁপাবে শনিদেব, সাড়ে সাতি-ঢাইয়া ৩ রাশির জীবন নরক করে ছাড়বে, পদে পদে বিপদ
আবগারি আধিকারিক জানিয়েছেন, আবগারি আইন ২৩৯ নং অমান্য করায় আগামী তিন মাসের জন্য বন্ধ করা হল বার। যদিও গ্লেনারিজের ম্যানেজারের দাবি, আইন মেনেই বার চালাচ্ছিলেন তারা। এমনকী প্রতিবছর রিনিউও সময়মতো করা হয়ে থাকে। আবগারি দফতরের অনুমতি ছাড়া মিউজিকের আসর বসানো হত। আর তাই বার সিল করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 09, 2025 7:43 PM IST









