Darjeeling News: দার্জিলিং শহরের বুকে ঝাঁ চকচকে সাদা বাড়ি! "স্টেপ অ্যাসাইড"বাড়িটি কার জানেন?
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
দার্জিলিং এর বুকে সাদা ঝকঝকে দোতলা বাড়ি "স্টেপ অ্যাসাইড"বর্তমানে এটি দেশবন্ধু সংগ্রহশালা, ঘন কুয়াশা এবং পাহাড়কে সাক্ষী রেখে এই বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
দার্জিলিং: উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র পাহাড়ের রানী দার্জিলিং। আপামর বাঙালির রক্তে মিশে রয়েছে এই শৈলশহর দার্জিলিং।তবে শৈলশহর শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয় এই শৈলশহর জুড়ে রয়েছে নানা অজানা ইতিহাস। ব্রিটিশ আমলে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের বাসস্থান ছিল এই শৈল শহর দার্জিলিং। এখান থেকেই শুরু হয়েছিল বিভিন্ন সংগ্রামের সূচনা। সেই অর্থেই বর্তমানে দার্জিলিং শহরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বাড়ির প্রত্যেকটি দেওয়াল জুড়ে রয়েছে পুরনো ইতিহাসের ছোঁয়া। বর্তমানে তারই এই বাড়ি একটি জাদুঘর।
দার্জিলিং শহরের একটি ছোট গ্রাম ভূটিয়া বস্তি যেখানে স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শেষ নিঃশ্বাস নিয়েছিলেন।বাড়িটির প্রবেশ দরজায় লেখা \”স্টেপ অ্যাসাইড”। দার্জিলয়ের এই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।প্রসঙ্গত, বাড়িটি তৈরি হয় ১৯০০ সালে।
এই বাড়িটি আসলে বাংলার প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তথা ১৯৩৪ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল কাউন্সিলের সদস্য নৃপেন্দ্র নাথ সরকারের।
advertisement
advertisement
১৯৫৩ সালে তৎকালীন বাংলার গভর্নর হরিন্দ্র কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে দেশবন্ধু চিত্তরঞ্জন মেমোরিয়াল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৪ সালে, নৃপেন্দ্রনাথ সরকারের ছেলে বীরেন্দ্র নাথ সরকার, সোসাইটির হাতে ‘স্টেপ অ্যাসাইড’-কে তুলে দেন। ম্যালের পাশ দিয়ে যে রাস্তা নেমে গেছে, তা ধরে মিনিট পাঁচেক গেলেই ‘স্টেপ অ্যাসাইড’। এখানেই প্রয়াণের আগে মাসখানেকেরও বেশি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
advertisement
তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন মহাত্মা গান্ধি, অ্যানি বেসান্ত। এখানেই তৈরি হয়েছে দেশবন্ধু সংগ্রহালয়। কিন্তু এই জায়গা পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে এখনো অজানা। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা নর্দান ভুটিয়া জানান এই জায়গায় প্রায়শই আসতেন চিত্তরঞ্জন দাস। গরমের সময় দার্জিলিংয়ের এই জায়গায় ছুটি কাঁটাতে আসতেন তিনি। এই জায়গায় দেওয়াল জুড়ে রয়েছে স্বাধীনতার ইতিহাস, এবং বর্তমানে এটি দেশবন্ধু সংগ্রহশালা যার মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ব্যবহৃত সমস্ত জিনিস বহু যত্ন করে রাখা রয়েছে।
advertisement
আরও পড়ুন: Awas Yojana: ট্যাবের অবস্থা যেন আবাসের না হয়! টাকা দিতে ‘সুরক্ষা বলয়’ রাজ্যের, খোলা হবে ক্যাম্প
আরও পড়ুন: Road Accident: জলের ট্যাঙ্কার পিষে দিল স্কুটি, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় মডেলের!
দার্জিলিং মলের পাশ দিয়ে একটি সরু রাস্তা নিচে নেমে গিয়েছে। সেই রাস্তা দিয়ে কিছুটা নামলে এই দেখতে পাবেন সাদা ঝকঝকে দোতালা এই বাড়ি। এই বাড়িটি বর্তমানে একটি সংগ্রহশালা যেখানে দেশবন্ধু সি আর দাসের ব্যবহৃত নানা জিনিস রাখা রয়েছে। এই জাদুঘরে দেশবন্ধু চিত্তরঞ্জন এর স্মৃতিতে যে বিছানায় চিত্তরঞ্জন দাস দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এখনো সেই বিছানার উপর সেই শেষ দিনের ফটো রাখা রয়েছে, এছাড়াও তার ব্যবহৃত আলমিরা, পুরানো প্রতিকৃতি এবং ব্যক্তিগত বাসনপত্র এবং একটি রেডিও যা প্রখ্যাত মুক্তিযোদ্ধা তার মৃত্যুর আগে প্রায় তিন মাস ব্যবহার করেছিলেন, এই সমস্ত জিনিস যাদুঘরে প্রদর্শন করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2024 12:03 AM IST
