ঝড়-জলে ফসলের ক্ষতিতে আর দুশ্চিন্তা নয়! ক্ষতিপূরণ দেবে বাংলা শস্য বিমা, কীভাবে আবেদন করবেন জেনে নিন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Bangla Shasya Bima: রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের শস্য বিমা যোজনার আওতায় নিয়ে আসার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। এই বিমার জন্য চাষিদের আর ব্যাঙ্কে ব্যাঙ্কে ঘুরে বেড়াতে হবে না।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: ইতিমধ্যেই জেলায় ধান রোপণের কাজ শেষ হয়েছে। এখন প্রতীক্ষা ফসল তোলার। কিন্তু প্রকৃতিক দুর্যোগে কখন ফসলের কী হাল হবে তা বলা সম্ভব নয়। আদৌ জেলার চাষিরা সব ফসলের সম্পূর্ণ অংশ ঘরে তুলতে পারবেন কিনা, প্রাকৃতিক কোন দুর্যোগ ফসল নষ্ট করবে কিনা সে বিষয়ে কোন নিশ্চয়তা নেই। যে কারণে রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের শস্য বিমা যোজনার আওতায় নিয়ে আসার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। এই বিমার জন্য চাষিদের আর ব্যাঙ্কে ব্যাঙ্কে ঘুরে বেড়াতে হবে না। সেই কাজ করবে সরকারের নির্দিষ্ট করা বিমা সংস্থা। সহযোগিতা করবে কৃষি দফতর।
আরও পড়ুনঃ গরিব মানুষদের জন্য বরাদ্দ হাঁসের বাচ্চা ‘অবৈধভাবে’ বিলি! সরকারি আধিকারিকের বিরুদ্ধে তীব্র অভিযোগ, ক্ষেপে গিয়ে গ্রামবাসীরা যা করলেন
জেলা কৃষি দফতরের পক্ষ থেকে জানা যায়, এই ট্যাবলোর মাধ্যমে সাধারণ গ্রাম বাংলার কৃষকেরা কোথায় আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে ওয়াকিবহাল করানো হচ্ছে। এই বিমা করলে ফসল ক্ষতি হলেও কৃষকেরা আর্থিক সাহায্য পাবেন। চলতি বছরে দেড় লক্ষ কৃষককে এই বিমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেই কাজের প্রচারে সহজযোগিতা করবে একটি ভ্রাম্যমাণ গাড়ি, এমনটাই দাবি আধিকারিকদের। এই ভ্রাম্যমাণ গাড়ি আগামী কিছুদিন জেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের শস্য বিমা যোজনা সম্বন্ধে সম্যক ধারণা দেবে।
advertisement
কী রকম ক্ষতিপূরণ মিলবে জানেন!
advertisement
আরও পড়ুনঃ দুই ট্রেকারের রেষারেষিতে মর্মান্তিক পরিণতি! বেপরোয়া গতি কাড়ল প্রাণ, জাতীয় সড়কে হাহাকার
বছরের গড় হিসেবে সংশ্লিষ্ট এলাকায় কত ফলন হয় তা দেখা হবে। ক্ষতির ফলে কত ফলন কম হয়েছে দেখা হবে। সাধারণ ফলন ও কম ফলনের বিয়োগ ফল শতাংশের হিসেবে ফেলে নির্ধারণ হবে ক্ষতিপূরণের পরিমাণ। এই প্রকল্প বাস্তবায়িত হলে চাষিরা উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এত দিন যে সব চাষিরা ঋণ নিয়েছেন, তাঁরাই বিমার সুযোগ পেতেন। ব্যাঙ্কই উদ্যোগী হয়ে বিমা করিয়ে দিত, যাতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলেও বিমার টাকায় ঋণ আদায় করতে পারে ব্যাঙ্ক। এক্ষেত্রে মুনাফা নেই, উলটে খাটনি রয়েছে। তাই ঋণ নেননি, এমন বেশিরভাগ কৃষকই শস্য বিমার আওতার বাইরে থেকে যেতেন। তবে, এবার চাষিদের কথা মাথায় রেখে এ যেন বড়সড় উদ্যোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 3:05 PM IST