CPIM: নিজের বুকেই গুলি করলেন সিপিএম নেতা! বাংলায় ভয়াবহ ঘটনা, কী কারণ, জানলে আঁতকে উঠবেন
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
CPIM: পরিবারের লোকজনের দাবি, সোমবার সকালে বাড়ির ছাদে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন সে।
বালুরঘাট: মানসিক অবসাদে নিজের পিস্তলের গুলিতে আত্মঘাতী সিপিআইএম নেতা। ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডুড়ি গ্রাম পঞ্চায়েতের সোনাহার গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিপিআইএম নেতার নাম সামসুজ জামান (৭২)। তিনি ২০০৩-২০০৮ সাল পর্যন্ত সিপিআইএমের হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির পদ সামলেছেন।
পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের লোকজনের দাবি, সোমবার সকালে বাড়ির ছাদে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন সে। গুলির শব্দ শুনে বাড়ির ছাদে পরিবারের লোকজনেরা গেলে সামসুজবাবুকে মাটিতে লুটিয়ে থাকতে দেখেন।
advertisement
advertisement
এরপরই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় হরিরামপুর থানায়। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানোর ব্যবস্থা করছে।
আরও পড়ুন: ধর্ষণের পর অপহৃতা ৫ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন! নিহত বালিকার কাছে ক্ষমা চাইল কেরল পুলিশ
advertisement
তবে প্রশ্ন থেকে যাচ্ছে, কারও হুমকির জেরে এই আত্মহত্যা নাকি পারিবারিক অশান্তির জেরে! কীসেরই বা মানসিক চিন্তা ছিল সব টাই অস্পষ্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 2:11 PM IST