Cooch Behar News: যেকোন সময় ধুয়ে মুছে যাবে শেষ সম্বলটুকুও! রাতের ঘুম উড়ছে এই এলাকার বাসিন্দাদের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
দিনের পর দিন একাধিক জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিক এসে প্রতিশ্রুতি দিলেও কিছুই হয়নি।
কোচবিহার: কোচবিহারের বলরামপুরের শোলাডাঙা এলাকা, দীর্ঘ ছয় বছর ধরে এই এলাকায় তোর্সা নদীর ভাঙনে বিলীন হয়ে গিয়েছে বহু আবাদি জমি ও বসত বাড়ি। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। নদীর তিনটি মাটির বাঁধ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে নদীর গর্ভে। বর্তমানে তোর্সা নদী বইছে আবাদি জমি এবং বসতবাড়ির কাছ দিয়ে। বহু প্রতিশ্রুতির পরেও আজও কাজ শুরু হয়নি নদীর বাঁধ নির্মাণ।
এলাকার এক স্থানীয় বাসিন্দা জাহের আলী মিঁয়া জানান, “আসন্ন বর্ষায় আরও বহু আবাদি জমি ও বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। যদি দ্রুত নদীর বাঁধ তৈরি না হয় তাহলে অদূর ভবিষ্যতে এই এলাকার আরও বহু মানুষকে ঘর ছাড়া হতে হবে। এমনিতেই এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী। এবার যদি তাঁদের শেষ সম্বল কৃষিজমিটুকুও চলে যায়। তবে পরিবার নিয়ে অনেকটাই বিপাকে পড়তে হবে বহু মানুষকে। তাইতো এখন এই এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা মিলে এবার আসন্ন বর্ষার আগে দ্রুত নদীর বাঁধ নির্মাণের দাবী তুলেছেন।
advertisement
advertisement
যদিও এই বিষয়ে কোচবিহার সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নদী বাঁধের টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত নদী বাঁধ তৈরির কাজ শুরু করা হবে। যদিও নদী বাঁধ তৈরির এই বিষয় নিয়ে কোনোও সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধি মুখ খুলতে নারাজ।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 25, 2024 4:00 PM IST
