Cooch Behar News: যেকোন সময় ধুয়ে মুছে যাবে শেষ সম্বলটুকুও! রাতের ঘুম উড়ছে এই এলাকার বাসিন্দাদের

Last Updated:

দিনের পর দিন একাধিক জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিক এসে প্রতিশ্রুতি দিলেও কিছুই হয়নি।

+
নদী

নদী ভাঙনের অবস্থা

কোচবিহার: কোচবিহারের বলরামপুরের শোলাডাঙা এলাকা, দীর্ঘ ছয় বছর ধরে এই এলাকায় তোর্সা নদীর ভাঙনে বিলীন হয়ে গিয়েছে বহু আবাদি জমি ও বসত বাড়ি। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। নদীর তিনটি মাটির বাঁধ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে নদীর গর্ভে। বর্তমানে তোর্সা নদী বইছে আবাদি জমি এবং বসতবাড়ির কাছ দিয়ে। বহু প্রতিশ্রুতির পরেও আজও কাজ শুরু হয়নি নদীর বাঁধ নির্মাণ।
এলাকার এক স্থানীয় বাসিন্দা জাহের আলী মিঁয়া জানান, “আসন্ন বর্ষায় আরও বহু আবাদি জমি ও বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। যদি দ্রুত নদীর বাঁধ তৈরি না হয় তাহলে অদূর ভবিষ্যতে এই এলাকার আরও বহু মানুষকে ঘর ছাড়া হতে হবে। এমনিতেই এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী। এবার যদি তাঁদের শেষ সম্বল কৃষিজমিটুকুও চলে যায়। তবে পরিবার নিয়ে অনেকটাই বিপাকে পড়তে হবে বহু মানুষকে। তাইতো এখন এই এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা মিলে এবার আসন্ন বর্ষার আগে দ্রুত নদীর বাঁধ নির্মাণের দাবী তুলেছেন।
advertisement
advertisement
যদিও এই বিষয়ে কোচবিহার সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নদী বাঁধের টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত নদী বাঁধ তৈরির কাজ শুরু করা হবে। যদিও নদী বাঁধ তৈরির এই বিষয় নিয়ে কোনোও সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধি মুখ খুলতে নারাজ।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: যেকোন সময় ধুয়ে মুছে যাবে শেষ সম্বলটুকুও! রাতের ঘুম উড়ছে এই এলাকার বাসিন্দাদের
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement