Children's Day: পাহাড় থেকে সমতলে শিশু দিবস ঘিরে একাধিক অনুষ্ঠান, কোথাও দুঃস্থ শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন জামা-কাপড়, কোথাও শিক্ষাসামগ্রী 

Last Updated:

Children's Day Celebration: শৈলশহরে শিশুদের নিয়ে ‘জয় রাইড’ করালো মহিলাদের স্বেচ্ছাসেবী সংগঠন ৷ বাতাসিয়ালুপে দেদার মজা...

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
শিলিগুড়ি: শিশু দিবস! দার্জিলিং জেলার পাহাড় ও সমতলে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শিশুদের নিয়েই চলে হরেক রকম প্রতিযোগিতার আয়োজনও। কোভিডের জেরে স্কুল বন্ধ থাকলেও ভাঁটা পড়েনি শিশু দিবস পালনের অনুষ্ঠানে। উৎসবের আবহেই এদিন কচিকাঁচারা মেতে রইলো অন্য আনন্দে। পাহাড় তো বটেই সমতলেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় (Children's Day Celebration In North Bengal)।
শিলিগুড়ির দাগাপুরে একটি চা বাগানে দুঃস্থ শিশুদের সঙ্গে দিনটি কাটালো মহিলাদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘একটি প্রয়াস’! সংগঠনের সদস্যদের কাছে এদিন যেন এই চা বাগানের শিশুরাই হয়ে ওঠে পরিবার। কেউ তুলে নেয় ওদের কোলে। পাশে থাকার বার্তা নিয়ে হাজির হন ওরা। চা বাগানের ১৫০জন শিশুর হাতে তুলে দেন নতুন ও পুরনো জামা-কাপড়। সঙ্গে তুলে দেন খাবারের প্যাকেট। সংগঠনের সদস্যা তনিমা ঘোষ জানান, ‘‘ইচ্ছে থাকলে কোনও কিছুই বাধা হয়ে উঠতে পারে না। ওদের সঙ্গেই আজ দিনটি পালন করতে পারার অর্থ পাশে থাকা।’’
advertisement
advertisement
রোটারি ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটেনের সদস্যরা এদিন ১০০ জন দুঃস্থ শিশুর শিক্ষার ভার তুলে নেন। খুদে পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ, খাতা, পেনসিল থেকে অন্যান্য শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজন করা হয়েছিল যেমন খুশি সাজো প্রতিযোগীতার ৷ সেখানে কচিকাঁচাদের অনেকেই জওহর লাল নেহরু রূপে সেজে ওঠে। খুদে পড়ুয়াদের মধ্যে এ নিয়ে প্রবল উচ্ছ্বাস ধরা পড়ে। ভার্চুয়ালেই বাজিমাত করে ওরা।
advertisement
অন্যদিকে শৈলশহর দার্জিলিংয়ে শিশু দিবসে অন্য মাত্রা এনে দেয় মহিলাদের সংগঠিত ‘ইনার হ্যুইল ক্লাব’-এর সদস্যারা। দার্জিলিং সরকারি স্কুলের ২৫ জন পড়ুয়াকে নিয়ে ওঠে জয় রাইডে। যা ছিল ওদের কাছে স্বপ্ন। রবিবার তাই যেন হয়ে উঠলো বাস্তব। দার্জিলিং থেকে ঘুম, বাতাসিয়ালুপ ভ্রমণ সারলো টয়ট্রেনে চেপে। দিনভর বসে আঁকো প্রতিযোগিতায় মেতে ওঠা। সঙ্গে হই-হুল্লোড়ে মেতে থাকা। টয়ট্রেনে চাপতে পেরে কচিকাঁচাদের মুখে হাসি ফুটল।
advertisement
পার্থ প্রতিম সরকার
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Children's Day: পাহাড় থেকে সমতলে শিশু দিবস ঘিরে একাধিক অনুষ্ঠান, কোথাও দুঃস্থ শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন জামা-কাপড়, কোথাও শিক্ষাসামগ্রী 
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement