BJP MP Khagen Murmu: চোখের নীচে গুরুতর আঘাত, ICU-তেই রয়েছেন খগেন! বিজেপি সাংসদকে কি নিয়ে যাওয়া হবে দিল্লিতে?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
BJP MP Khagen Murmu: গতকাল সোমবারেই জলপাইগুড়ির নাগরাকাটায় এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু।
জলপাইগুড়ি: গতকাল সোমবারেই জলপাইগুড়ির নাগরাকাটায় এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আক্রমণের জেরে মাথা ফেটেছিল বিজেপি নেতার। জানা গিয়েছে, খগেন মুর্মুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে আঘাত গুরুতর বলেই জানাচ্ছেন চিকিত্সকরা।
সূত্রের খবর অনুযায়ী, বিজেপি নেতার বাঁ-চোখের নীচের অংশে আঘাত গুরুতর লেগেছে। আপাতত ICU-তেই রয়েছেন তিনি। এর পাশাপাশি চোয়ালে আঘাতও রয়েছে। দিল্লি AIIMS নিয়ে যাবে কিনা সেই সিদ্ধান্ত হবে বিকেলে।
সংসদীয় মন্ত্রী এই বিষয়ে কথা বলছেন। সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নিতে এদিন হাসপাতালে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে শঙ্কর ঘোষ ও খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, সোমবার জলপাইগুড়ির নাগরাকাটা বামনডাঙ্গায় বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন খগেন মুর্মু, শংকর ঘোষ-সহ বিজেপি বিধায়করা। স্থানীয়দের আক্রমণের জেরে মাথা ফাটে বিজেপি সাংসদ খগেন মুর্মুর। শঙ্কর ঘোষের গাড়িও ভাঙচুর করা হয়। মাথা ফেটে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এছাড়াও জুতো দেখানো হয় বিজেপি নেতাদের ঘিরে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 07, 2025 12:20 PM IST







