Bengali News: মা-বাবাদের সিংহাসনে বসিয়ে ফল-ভোগ সহযোগে পুজো! অবাক কাণ্ড এই স্কুলে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
রক্ত মাংসের দেবতা যদি কেউ থেকে থাকেন তা হলে তাঁরা প্রত্যেকের বাবা-মা। এই ভাবনাই ছোট্ট পড়ুয়াদের মনে জাগিয়ে তুলতে এই উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ
জলপাইগুড়ি: পুজোর আনন্দে উৎসবের আমেজ জলপাইগুড়ির স্কূলে। তবে এই পুজো কোনও পাথরের বা মাটির মূর্তি বা দেব-দেবীর নয়। সাক্ষাৎ বাবা-মাকেই ভগবান রূপে পুজো করছে ছোট্ট ছেলেমেয়েরা। এমনই অভিনব ছবি চোখে পড়ল জলপাইগুড়ির সারদা শিশু তীর্থ বিদ্যালয়ে।
রক্ত মাংসের দেবতা যদি কেউ থেকে থাকেন তা হলে তাঁরা প্রত্যেকের বাবা-মা। এই ভাবনাই ছোট্ট পড়ুয়াদের মনে জাগিয়ে তুলতে এই উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ। প্রত্যেক পড়ুয়ার মা-বাবাকে সিংহাসনে বসিয়ে ফুল, ফল, ভোগ সহযোগে রীতিমতো দেবতা জ্ঞানে পুজো করা হল জলপাইগুড়িতে। প্রায় ৫০ জন মা-বাবাকে নিয়ে জমজমাট করেই আয়োজিত হয় এই পুজো। খিচুড়ি ভোগ প্রসাদেরও আয়োজন করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
‘বৃদ্ধাশ্রম’ শব্দটিকে মুছে ফেলতেই স্কুল কর্তৃপক্ষের এই নতুন উদ্যোগ। এখনকার ডিজিটাল যুগে বাচ্চারা ছোটবেলা থেকেই মোবাইল, ল্যাপটপের প্রতি আসক্ত হয়ে পড়ছে। অন্যদিকে বাবা-মায়েরাও কাজের ব্যস্ততায় বাচ্চাদের সময় দিতে না পারায় দূরত্ব ক্রমেই বেড়ে যাচ্ছে। এর থেকেই মা-বাবার সঙ্গে বাচ্চাদের টান কমে যায়। মূলত, পিতা-মাতার প্রতি শ্রদ্ধাভাব প্রদর্শনের উদ্দেশ্যেই এই আয়োজন। বর্তমানে চারপাশে যেভাবে বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে এবং বৃদ্ধ বাবা-মায়ের প্রতি অত্যাচারের খবর যেভাবে শিরোনামে আসছে তা সমাজের এক করুণ চিত্রই বর্ণনা করে। তা খানিক হলেও মুছে ফেলতে জলপাইগুড়ির এই স্কুল কর্তৃপক্ষের আয়োজনকে সাধুবাদ জানিয়েছে সবাই।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 7:07 PM IST