Bengali Video: হারিয়ে যেতে বসা ব্রিটিশ আমলের রেল স্টেশনের পুনরুজ্জীবন! দেখুন সেই ভিডিও
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
মালদহ কোর্ট স্টেশন ভারতীয় রেলের কাঠিয়ার ডিভিশনের অন্তর্গত। ভারতীয় রেলের পক্ষ থেকে দেশের পাঁচ শতাধিক স্টেশনের আধুনিককরণ করার পরিকল্পনা নেওয়া হয়। সেই তালিকায় আছে ওল্ড মালদহের মালদহ কোর্ট স্টেশন
মালদহ: একসময় জেলার প্রধান রেল স্টেশন ছিল মালদহ কোর্ট স্টেশন। সময় বদলেছে, পরিবর্তন হয়েছে জেলার প্রধান স্টেশনের। গুরুত্ব হারিয়ে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে সে। বহুদিন ধরে এই বেহাল অবস্থায় ছিল ব্রিটিশ আমলে তৈরি মালদহ কোর্ট স্টেশন। বর্তমানে এই স্টেশন থেকে সারাদিনে মাত্র দুই জোড়া ট্রেন যাতায়াত করে। রাতারাতি নবসাজে সেজে উঠল সেই স্টেশন। এই ভিডিওয় দেখে নিন তার ভোল বদলের দৃশ্য।
মালদহ কোর্ট স্টেশন ভারতীয় রেলের কাঠিয়ার ডিভিশনের অন্তর্গত। ভারতীয় রেলের পক্ষ থেকে দেশের পাঁচ শতাধিক স্টেশনের আধুনিককরণ করার পরিকল্পনা নেওয়া হয়। সেই তালিকায় আছে ওল্ড মালদহের মালদহ কোর্ট স্টেশন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৯ কোটির বেশি টাকার। ভার্চুয়ালি এই স্টেশনের আধুনিকীকরণ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী এক বছরের মধ্যে কাজ শেষ হয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই সময় কালের মধ্যে মালদহ কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি, নতুন প্ল্যাটফর্ম তৈরি, যাত্রীদের জন্য অত্যাধুনিক শৌচাগার, প্রতীক্ষালয়, বসার জায়গা তৈরি করা হবে। উল্লেখ্য, শতাব্দী প্রাচীন মালদহ কোর্ট স্টেশন তৈরি হয় ১৯০৪ সালে। স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময় এই স্টেশন হয়ে যাতায়াত করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই স্টেশনের প্রতীক্ষালয়ে রাত কাটানোর নজির রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। বর্তমানে এই স্টেশনের সঙ্গে বাংলাদেশে পণ্যবাহী ট্রেন যোগাযোগ চালু রয়েছে। ভবিষ্যতে অমৃত ভারত স্টেশনের মাধ্যমে পরিকাঠামো বৃদ্ধির কাজ শেষ হলে এই স্টেশনে নতুন ট্রেন বৃদ্ধির পথ সুগম হবে বলে আশা রেল কর্তৃপক্ষের।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 26, 2024 6:54 PM IST









