Bengali News: দু-ফোঁটা নয়, শিশুর মুখে গোটা বোতলের পোলিও টিকা ঢেলে দিল স্বাস্থ্যকর্মী!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
পোলিও খাওয়ানোর দায়িত্বে থাকা সরকারি কর্মীদের বিরুদ্ধে ওই শিশুর পরিবারের অভিযোগ, দু ফোঁটার বদলে গোটা বোতলের পোলিও খাইয়ে দেওয়া হয়েছে
জলপাইগুড়ি: দু-ফোঁটার বদলে শিশুর মুখে পড়ে গেল গোটা বোতলের পোলিও! সরকারি কেন্দ্রে শিশুকে পালস পোলিও খাওয়াতে নিয়ে গিয়ে এমনই ভয়ঙ্কর কাণ্ড ঘটল মালবাজারে। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়।
পোলিও খাওয়ানোর দায়িত্বে থাকা সরকারি কর্মীদের বিরুদ্ধে ওই শিশুর পরিবারের অভিযোগ, দু ফোঁটার বদলে গোটা বোতলের পোলিও খাইয়ে দেওয়া হয়েছে। এরপর অসুস্থ হয়ে পড়ে শিশুটি। প্রচন্ড জ্বর চলে আসে তার। তাকে জলপাইগুড়ি জেলার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে নিয়ে যান পরিজনরা। সেখানে ৪৮ ঘণ্টার জন্য ভর্তি করে নেওয়া হয় তাকে। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর বাবা তপন রায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পোলিও খাওয়ানোর ক্ষেত্রে এমন গাফিলতির বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়েছি। পোলিও-এর ডোজ বেশি পড়ে গেছে। শিশুটি বর্তমানে ভাল আছে। তাও খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এদিকে জানা গিয়েছে, এই ঘটনায় মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিন।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 1:03 PM IST