Bengali News: মোদির হাতে ডিভিসি'র তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস, সুপার পাওয়ার স্টেশনের পথে রঘুনাথপুর

Last Updated:

নদিয়ায় কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি পুরুলিয়ার এই মেগা তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী

রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র
রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র
পুরুলিয়া: ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে শিল্প শহর রঘুনাথপুর। এই শিল্পতালুকে বাড়ছে বিনিয়োগের পরিমাণ। আগামী দিনে এই শিল্প শহর কর্মসংস্থানের অন্যতম পীঠস্থান হয়ে উঠতে চলেছে। ‌ সরকারের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে এই শিল্প শহরকে কেন্দ্র করে। সেই লক্ষ্যপূরণে রঘুনাথপুরে ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কাজের সূচনা হল। ১১ হাজার কোটির টাকারও বেশি ব্যয়ে রঘুনাথপুরে ডিভিসির দ্বিতীয় পর্যায়ের ১৩২০ মেগা ওয়াটের দুটি ইউনিটের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার নদিয়ায় কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি পুরুলিয়ার এই মেগা তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। রঘুনাথপুরে ডিভিসির দ্বিতীয় পর্যায় থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে সামগ্রিকভাবে এই তাপবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়ে হবে ২৫২০ মেগাওয়াট। সমগ্র দেশের মধ্যে ডিভিসির যে সকল তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে সুপার থার্মাল পাওয়ার স্টেশনের রূপ পাবে এই কেন্দ্র। একটি প্রকল্প থেকে ২৫০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হলে তাকে সুপার পাওয়ার স্টেশন বলা হয়।
advertisement
advertisement
ডিভিসি সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় পর্যায়ে মোট ১১ হাজার ৩৬২ কোটি টাকা বিনিয়োগ করা হবে। বর্তমানে এই প্রকল্পের প্রথম পর্যায়ে থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্প শেষ করার জন্য ৩৬ মাসের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
শিল্পতালুক রঘুনাথপুর ইস্পাত, সিমেন্টের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেও একটা উল্লেখযোগ্য শিল্প কেন্দ্র হয়ে উঠছে। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট হবে। ওই দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হবে ১৬০০ মেগাওয়াট। বর্তমানে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ও ষষ্ঠ ইউনিট থেকে ২৫০ মেগাওয়াট করে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ৮০০ মেগাওয়াটের আরও দুটি ইউনিট হলে এই প্রকল্প থেকে মোট ২১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।‌ অতএব রঘুনাথপুর শিল্পতালুক থেকে ডিভিসির ২৫২০ এবং সাঁওতালডিহির ২১০০ মিলিয়ে ৪৬২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আর এতেই শিল্প শহর রঘুনাথপুর শিল্পায়নের অন্যতম মাত্রায় পৌঁছে যাবে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: মোদির হাতে ডিভিসি'র তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস, সুপার পাওয়ার স্টেশনের পথে রঘুনাথপুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement