Lok Sabha Election 2024: প্রার্থী ঘোষণা হতেই মুর্শিদাবাদের দুই কেন্দ্রে দেওয়াল লিখন শুরু বিজেপির

Last Updated:

১৯৯৯ সাল থেকে টানা কংগ্রেসের দখলে আছে বহরমপুর লোকসভা। সেই থেকে টানা জিতে আসছেন অধীর রঞ্জন চৌধুরী। এবারেও তিনি এখানে প্রার্থী হবেন তা একরকম নিশ্চিত

+
দুই

দুই বিজেপির প্রার্থী গৌরীশংকর ঘোষ ও ডাঃ নির্মল সাহা বহরমপুরে 

মুর্শিদাবাদ: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও একধাপ এগিয়ে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। সেই তালিকায় আছে মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্রের নাম’ও। বহরমপুরে প্রখ্যাত চিকিৎসক তথা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত শল্য চিকিৎসক নির্মল সাহাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। তিনি অবশ্য এর আগে সক্রিয় রাজনীতিতে ছিলেন না। অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা আসনে বিজেপি প্রার্থী করেছে দলের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে। প্রার্থী ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা।
১৯৯৯ সাল থেকে টানা কংগ্রেসের দখলে আছে বহরমপুর লোকসভা। সেই থেকে টানা জিতে আসছেন অধীর রঞ্জন চৌধুরী। এবারেও তিনি এখানে প্রার্থী হবেন তা একরকম নিশ্চিত। তাঁর বিপক্ষে এলাকায় জনপ্রিয় চিকিৎসক নির্মল সাহাকে প্রার্থী করে কার্যত চমকে দিয়েছে বিজেপি। যদিও প্রার্থী হওয়ার পর বিষয়টিকে ব্যক্তির জয় পরাজয় হিসেবে দেখতে রাজি নির্মলবাবু। তাঁর বক্তব্য, এটা স্থানীয় কোনও নির্বাচন নয়। দেশের স্বার্থে মানুষ ঠিক করবেন কাকে জেতালে দেশের উন্নতি হবে। এই লড়াইটা অধীর চৌধুরী বনাম নির্মল সাহা’র নয়। লড়াইটা আরও বড়, নরেন্দ্র মোদি বনাম ইন্ডিয়া জোটের। মানুষ ঠিক করবেন কাকে জেতানো দরকার।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সেখানকার দলীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে। এই আসন একসময় সিপিএমের দখলে থাকলেও শেষ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী আবু তাহের খান জিতেছিলেন। মুর্শিদাবাদ বিধানসভা আসনে ২০২১ সালে তৃণমূলকে পরাজিত করে পদ্ম ফুটিয়েছিলেন গৌরী শঙ্কর ঘোষ। তাঁর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লোকসভা ভোটে বাজিমাত করতে চাইছে বিজেপি।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: প্রার্থী ঘোষণা হতেই মুর্শিদাবাদের দুই কেন্দ্রে দেওয়াল লিখন শুরু বিজেপির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement