Bengal BJP: জোর ধাক্কা পদ্মে! কেন ধূপগুড়িতে হার? আজ কলকাতায় ময়নাতদন্তে কেন্দ্রীয় বিজেপি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Bengal BJP: বিপর্যয়ের কারণ অনুসন্ধানে আজ কলকাতায় বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ।
কলকাতা: আসন হাতছাড়া। কেন ধূপগুড়িতে হার? রাজ্যে ফের বিপর্যয় গেরুয়া শিবিরের। আর সেই বিপর্যয়ের কারণ জানতেই বঙ্গ বিজেপির কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় নেতৃত্ব। এমনটাই বিজেপি সূত্রের খবর।
বিপর্যয়ের কারণ অনুসন্ধানে আজ কলকাতায় বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। রাতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে রাজ্য দফতরে বৈঠক করবেন সন্তোষ বলে খবর। বিজেপি সূত্রের খবর, ‘আজকের বৈঠকে একদিকে ধূপগুড়িতে দলীয় প্রার্থীর পরাজয় নিয়ে যেমন পর্যালোচনা হবে, পাশাপাশি বছর ঘুরলেই দিল্লির মসনদ দখলের লড়াই তাই সংগঠন নিয়ে বঙ্গ পদ্ম নেতৃত্বকে নির্দিষ্ট গাইডলাইন দিতে পারেন বি এল সন্তোষ বলেও জানা গেছে।
advertisement
advertisement
গত কয়েক বছরে একাধিক ভোটে রাজবংশী এবং মতুয়ারা বিজেপিকে ঢেলে সমর্থন জানিয়েছেন। এবার সেই মতুয়া-রাজবংসী প্রধান আসনেই বিজেপিকে হারিয়ে জিতল তৃণমূল। কয়েক মাস আগে, মুসলিম প্রধান সাগরদিঘির উপনির্বাচনে জেতেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। এতে অনেকেই প্রশ্ন তোলেন, তা হলে কি মুসলিমদের একাংশ তৃণমূলের দিক থেকে মুখ ফেরাচ্ছে। এরই কি জবাব দিল ধূপগুড়ি।
advertisement
ধূপগুড়িতে ১৮ শতাংশ মুসলিম ভোট। একুশের ভোটে এখানে জেতে বিজেপি। কিন্তু উপনির্বাচনে বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। বিজেপির যেখানে জোর সেখানেই জোর ধাক্কা পদ্মের। লোকসভা ভোটের আগে উত্তরে ঘাসফুল। চব্বিশের আগে চিন্তা বাড়ল পদ্ম শিবিরের। সামগ্রিক বিষয় নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 7:09 PM IST