'আজই মধ্যরাতে...!' রহস্য বাড়িয়ে ব্রাত্যকে 'বিস্ফোরক' হুঁশিয়ারি রাজ্যপালের

Last Updated:

Governor Vs Bratya Basu: রাজ্যপাল-রাজ্য সংঘাত চরমে পৌঁছেছে। শিক্ষা দফতর নিয়ে কার্যত যুযুধান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই 'তুঘলকের মত আচরণ করছেন রাজ্যপাল' বলে নিশানা করেছিলেন ব্রাত্য বসু। এবার তারই জবাবে বিস্ফোরক বার্তা রাজ্যপালের।

ব্রাত্য বসু বনাম 
সি ভি আনন্দ বোস
ব্রাত্য বসু বনাম সি ভি আনন্দ বোস
কলকাতা: রাজ্যপাল-রাজ্য সংঘাত চরমে পৌঁছেছে। শিক্ষা দফতর নিয়ে কার্যত যুযুধান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই ‘তুঘলকের মত আচরণ করছেন রাজ্যপাল’ বলে নিশানা করেছিলেন ব্রাত্য বসু। এবার তারই জবাবে বিস্ফোরক বার্তা রাজ্যপালের।
রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আই অ্যাম গ্ল্যাড দ্যাট আই অ্যাম অ্যাক্টিং” অর্থাৎ, “আমি খুশি যে আমি এরকম আচরণ করছি।” আরও এক ধাপ এগিয়ে রাজ্যপালের হুঁশিয়ারি, মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে দেখুন কী কী পদক্ষেপ করি।”
advertisement
advertisement
প্রসঙ্গত, গত কিছুদিন যাবৎ রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত চরমে পৌঁছেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের ইচ্ছা মতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন বলে চলতি সপ্তাহের শুরুতে অভিযোগ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
advertisement
ধনধান্য অডিটোরিয়াম থেকে রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি রাজ্যপালের কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ তুলে আর্থিক অবরোধ তৈরির হুঁশিয়ারি দিয়েছিলেন৷ এরপরেই দু’পক্ষের হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারিতে চরমে পৌঁছেছে বাকবিতণ্ডা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আজই মধ্যরাতে...!' রহস্য বাড়িয়ে ব্রাত্যকে 'বিস্ফোরক' হুঁশিয়ারি রাজ্যপালের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement