'আজই মধ্যরাতে...!' রহস্য বাড়িয়ে ব্রাত্যকে 'বিস্ফোরক' হুঁশিয়ারি রাজ্যপালের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
Governor Vs Bratya Basu: রাজ্যপাল-রাজ্য সংঘাত চরমে পৌঁছেছে। শিক্ষা দফতর নিয়ে কার্যত যুযুধান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই 'তুঘলকের মত আচরণ করছেন রাজ্যপাল' বলে নিশানা করেছিলেন ব্রাত্য বসু। এবার তারই জবাবে বিস্ফোরক বার্তা রাজ্যপালের।
কলকাতা: রাজ্যপাল-রাজ্য সংঘাত চরমে পৌঁছেছে। শিক্ষা দফতর নিয়ে কার্যত যুযুধান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই ‘তুঘলকের মত আচরণ করছেন রাজ্যপাল’ বলে নিশানা করেছিলেন ব্রাত্য বসু। এবার তারই জবাবে বিস্ফোরক বার্তা রাজ্যপালের।
রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আই অ্যাম গ্ল্যাড দ্যাট আই অ্যাম অ্যাক্টিং” অর্থাৎ, “আমি খুশি যে আমি এরকম আচরণ করছি।” আরও এক ধাপ এগিয়ে রাজ্যপালের হুঁশিয়ারি, মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে দেখুন কী কী পদক্ষেপ করি।”
advertisement
advertisement
প্রসঙ্গত, গত কিছুদিন যাবৎ রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত চরমে পৌঁছেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের ইচ্ছা মতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন বলে চলতি সপ্তাহের শুরুতে অভিযোগ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
advertisement
ধনধান্য অডিটোরিয়াম থেকে রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি রাজ্যপালের কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ তুলে আর্থিক অবরোধ তৈরির হুঁশিয়ারি দিয়েছিলেন৷ এরপরেই দু’পক্ষের হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারিতে চরমে পৌঁছেছে বাকবিতণ্ডা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 2:29 PM IST