প্রিয়জনকে নিয়ে প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে চান? আপনার জন্য আদর্শ এই 'স্পট', দেখুন!

Last Updated:

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকোলের কালিকুন্ডা একটি নিরিবিলি স্থান যেখানে রাধা কৃষ্ণের মন্দির, সবুজ প্রকৃতি, পাখি, লেক এবং ধামজা ফরেস্ট রয়েছে। পিকনিক ও ডে আউটের জন্য আদর্শ।

+
কালিকুন্ডা 

কালিকুন্ডা 

উত্তর দিনাজপুর: কর্মব্যস্ত জীবনে অনেকেই দূরে কোথাও ঘুরতে যাওয়ার সময় পান না। তবে ছুটির দিন শহর থেকে দূরে একটু নিরিবিলি সময় কাটাতে চাইলে আপনি ডে আউটে ঘুরে আসতে পারেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকোলের কালিকুন্ডা থেকে। শহর থেকে দূরে গ্রামের মধ্যে একান্ত নিরিবিলি এই স্থানে ছুটির দিন পরিবার বা প্রিয়জন বা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে চান তাহলে যেতে পারেন কালিকুন্ডা তে । যদিও কালিকুণ্ডা তে দেখার মতো বেশ কিছু মন্দির রয়েছে ।
advertisement
এখানকার এই রাধা কৃষ্ণের মন্দিরটি অনেকটা জায়গা জুড়ে বিস্তীর্ণ। প্রকৃতির সান্নিধ্য পেতে ও কিছু সময়ের জন্য শান্তি খুঁজে পেতে নিস্তব্ধ এই পরিবেশে ঘুরে আসতে পারেন। এখানে এলে একসঙ্গে দেখতে পারবেন সবুজ প্রকৃতি, পাখি, লেক, রাধা কৃষ্ণ সহ বিভিন্ন ভগবানের মন্দির।
advertisement
আরও পড়ুন- ভুলেও ছোঁবেন না ‘মটরশুঁটি’, যদি থাকে ৬ রোগ…! আপনার ‘চিরশত্রু’ এই সবুজ সবজি, কেন জানেন?
পিকনিক কিংবা ডে আউটের জন্য আপনি নিশ্চিন্তে বেছে নিতে পারেন এই মন্দির প্রাঙ্গন। তবে এই মন্দির প্রাঙ্গনে এলে অবশ্যই আপনাকে নিরামিষভোজন করতে হবে। মন্দিরের পাশেই রয়েছে ক্যান্টিন যেখানে আপনার পছন্দমত চা ,কফি কিংবা স্ন্যাকস পেয়ে যাবেন।
advertisement
এর সঙ্গে মন্দিরে দুপুরের খাবারের ব্যবস্থাও রয়েছে। মাত্র ৬০ টাকা দিয়েই এই মন্দিরে আপনি পেয়ে যাবেন সরা ভোগ । মাটির সরাতে বিভিন্ন ধরনের প্রসাদ খেয়ে সারাদিন কাটিয়ে ঘুরে আসতে পারেন এই কালিকুন্ডা থেকে।
১৫০ একর জমির উপর অবস্থিত এই মন্দিরটি। মাটির রাস্তা ও চারদিকের সবুজ অরণ্য দেখে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। মন্দিরের পাশেই রয়েছে ধামজা ফরেস্ট। বিভিন্ন ধরনের গাছ দেখতে চাইলে সেই ফরেস্ট থেকেও ঘুরে আসতে পারবেন। তবে এই শীতে এই মন্দিরে এলে মন্দিরের পাশে দেখতে পারবেন সবুজ সরিষা ক্ষেত। সবুজ অরণ্যে পাখির কিচিরমিচির শুনতে বেশ ভালই লাগবে।
advertisement
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই মন্দিরের চারপাশে আছে বসার বেঞ্চ। ক্লান্ত হয়ে পড়লে বসে বিশ্রাম নিতে পারবেন। মন্দিরের পাশে রয়েছে খুব সুন্দর একটি পুকুর। এই পুকুরে রয়েছে রাধা কৃষ্ণের খুব সুন্দর একটি মূর্তিও। শহর থেকে দূরে প্রকৃতির মাঝে দু’দণ্ড বসে সময় কাটাতে চাইলে আপনাকে চলে আসতে হবে কালিয়াগঞ্জ থেকে দূরে ধনকোলে মোড়ের পাশে অবস্থিত কালিকুন্ডা থেকে।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্রিয়জনকে নিয়ে প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে চান? আপনার জন্য আদর্শ এই 'স্পট', দেখুন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement