ভুলেও ছোঁবেন না 'মটরশুঁটি', যদি থাকে ৬ রোগ...! আপনার 'চিরশত্রু' এই সবুজ সবজি, কেন জানেন?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Green Peas Side Effects: শীতকালে মটরশুঁটির চাহিদা বাড়লেও কিছু মানুষের জন্য এটি ক্ষতিকর। ডায়েটিশিয়ান অবর্ণা মথিভাননের মতে, কিছু বিশেষ ব্যক্তির মটরশুঁটি খাওয়া একেবারেই উচিত নয়। তিনি কয়েকটি রোগের উল্লেখ করেছেন। যে সব রোগ শরীরে থাকলে মটরশুঁটি আপনার শত্রু হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
**৬. ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা:** যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের মটরশুঁটি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। এতে কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি থাকে, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে, অতিরিক্ত পরিমাণে মটরশুঁটি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি পরিমাণে মটরশুঁটি খাওয়া ঠিক নয়।