হিট ছবির পর 'ঘরের বউ'! MLA-এর ছেলের প্রেমে পড়েই ইন্ডাস্ট্রি ছাড়েন, বদলান ধর্ম! এত দিনে মুখ খুললেন নায়িকা...
- Published by:Tias Banerjee
Last Updated:
এই বলিউড অভিনেত্রী ২৩ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফারহান আজমিকে বিয়ে করেন। সলমন খানের সঙ্গে তাঁর জুটি সুপারহিট হলেও ব্যক্তিগত জীবনের কারণে বেশি আলোচিত হন।
advertisement
advertisement
অভিনেত্রী বলিউডে অভিষেকের সঙ্গে সঙ্গেই তারকা হয়ে ওঠেন। সলমন খানের সঙ্গে তার জুটি সুপারহিট হয়েছিল, তবে তিনি সিনেমার চেয়ে বেশি আলোচনায় ছিলেন তার ব্যক্তিগত জীবনের কারণে। আসলে, অভিনেত্রী প্রেমের জন্য তাঁর উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে দিয়েছিলেন এবং অন্য ধর্মের একজন ব্যবসায়ী এবং সমাজবাদী পার্টির এক এমএলএ’র ছেলের সঙ্গে বিয়ে করেছিলেন। (ছবি সৌজন্য: Instagram@ayeshatakia)
advertisement
advertisement
**এনইএস/এমএলএ’র ছেলে ফারহান আজমি:** আয়েশা তাকিয়া সিনেমা প্রেমীদের কাছে ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’, ‘ওয়ান্টেড’ এবং ‘দূর’ সিনেমার মাধ্যমে পরিচিত। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও অনেকের আগ্রহ ছিল। আয়েশা তিন বছর ফারহান আজমির সঙ্গে প্রেম করেছিলেন, তারপর তাঁরা বিয়ে করেন। (ছবি সৌজন্য: Instagram@ayeshatakia)
advertisement
advertisement
advertisement
**৪৩ বছর বয়সে আয়েশা বলেন:** তিনি তার স্বামী ফারহান সম্পর্কে বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে আমি ফারহানকে পেয়েছি এবং তাকে বিয়ে করেছি।’ অভিনেত্রী ছবির কাজের কারণে আগে তার শখের কাজগুলো যেমন ছবি আঁকা ও বই পড়া করার জন্য সময় পেতেন না, কিন্তু এখন তার কাছে সময় রয়েছে। তাদের এক পুত্র রয়েছে, যার নাম মিকাইল আজমি। (ছবি সৌজন্য: Instagram@ayeshatakia)
advertisement
