লুকিয়ে সীমান্ত পেরিয়ে মালদহে বাংলাদেশি যুবক, পরের কাণ্ড মারাত্মক
- Published by:Suvam Mukherjee
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
বিষয়টি টের পেয়ে বিএসএফ তাদের তাড়া করে। সেই সময় প্রাণভয়ে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে বলেও দাবি।
#মালদহ: লুকিয়ে সীমান্ত পেরিয়ে গরু চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক বাংলাদেশি চোর। তাকে ধরে ফেলে বেঁধে রেখে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। পরে পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে। মালদহের হবিবপুর থানার আইহো অঞ্চলের বক্সীনগর কোড়াপাড়া এলাকার ঘটনা।
এর জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম রূপন মণ্ডল। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের বাসিন্দা ওই যুবক। তার সঙ্গে থাকা অন্যান্য দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত যুবককে মঙ্গলবার মালদহ আদালতে তোলা হবে।
গভীর রাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদহের হবিবপুরের বক্সীনগর কোড়াপাড়া গ্রামের বিহারি মণ্ডলেলের বাড়িতে কয়েকজন বাংলাদেশি গরু চুরি করতে ঢোকে বলে অভিযোগ। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করেন। সেই সময় ধরা পড়ে যায় বাংলাদেশি যুবক রিপন। উত্তেজিত হয়ে গ্রামবাসীরা ওই যুবককে বেঁধে রাখে। চলে মারধরও।
advertisement
advertisement
এরপর খবর দেওয়া হয় পুলিশে। গ্রামের অন্য কোনও বাড়িতে বাংলাদেশি দুষ্কৃতীদের কেউ লুকিয়ে রয়েছে কিনা, তারও খোঁজ শুরু হয়। তবে আর কাউকেই এলাকায় খুঁজে পাননি গ্রামবাসীরা। কুয়াশা এবং অন্ধকারের সুযোগে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে অনুমান। ভোর নাগাদ হবিবপুর থানার পুলিশ পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে।
যদিও ধৃত যুবকের দাবি, বাংলাদেশ থেকে গরু পাচার করার উদ্দেশ্যে সীমান্তে এসেছিলেন কয়েকজন। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাদের তাড়া করে। সেই সময় প্রাণভয়ে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে বলেও দাবি।
advertisement
পুলিশ জানিয়েছে, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে, কীভাবে সীমান্ত পেরিয়ে তারা বক্সীনগরে ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে।
দলে ক'জন ছিল সে সম্পর্কেও খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করা হবে ধৃতের বিরুদ্ধে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 2:04 PM IST