Bangla News: আর কাশ্মীর নয়, বাংলার বুকেই এবার ডাল লেক-শিকারা! জেনে নিন 'ঠিকানা'

Last Updated:

খুশি পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ীরা, চাহিদা বাড়লে বাড়বে শিকারার সংখ্যাও। (Bangla News)

Bangla News
Bangla News
#মিরিক: কাশ্মীরের ডাল লেকের আদলে এবারে মিরিকে চালু হল শিকারা! আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করলো জিটিএ। দিন কয়েক আগে এর সূচনা করে জিটিএর পর্যটন দফতর। পর্যটকদের চাহিদা বাড়লে বাড়বে শিকারার সংখ্যাও!চারপাশে শাল-সেগুন আর মেহগনির হাতছানি। সবুজে মোড়া চা বাগিচা। কখনও মৃদু রোদ তো আবার কখোনো হালকা হাওয়ার আবহ। এহেন ছোট্ট পাহাড়ি জনপদ মিরিকের এখন পর্যটকদের কাছে ক্রমেই কদর বাড়ছে। আর মিরিক লেক তো পর্যটকদের কাছে বরাবরই পছন্দের।
সম্প্রতি কয়েক কোটি টাকা ব্যয়ে সেই লেক সংস্কার করা হয়েছে। শৈলরাণী দার্জিলিং বেরোনোর ফাকে পর্যটকরা ভিড় বাড়াচ্ছেন মিরিকে। এর জনপ্রিয়তা আরো বাড়াতেই জিটিএর নয়া উদ্যোগ। আপাতত একটি শিকারা চালু করা হয়েছে। শিকারায় চেপে আধ ঘন্টার লেক ঘোরার খরচ ৫০০ টাকা। এমনিতেই এখানে প্যাডেল বোটিং রয়েছে। পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে স্পিড বোট চালু করা হয়েছে। থাকছে লাইফ জ্যাকেটও। শিকারায় পর্যটক ছাড়াও থাকবেন একজন প্রশিক্ষনপ্রাপ্ত মাঝিও। চাহিদা বাড়লে শিকারার সংখ্যা ১ থেকে বাড়িয়ে চার করা হবে বলে জিটিএর পর্যটন দপ্তরের সহকারী ডিরেক্টর জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: কালনা ছাড়া পূর্ব বর্ধমানের বাকি ৫ পুরসভায় শপথগ্রহণ, নির্বিঘ্নেই মিটল জরুরি কাজ
দিনভর মিরিক লেকে কাটিয়ে অনায়াসেই ঘুরে আসা যাবে ভারত-নেপাল সীমান্ত পশুপতি বাজার, একাধীক বৌদ্ধ গুম্ফা। সঙ্গে রয়েছে ঘোড়ার পিঠে চেপে লেকের চারপাশে দিন কাটানো। ঘোরার ফাঁকে সবুজে ঘেরা চা বাগানের অপরূপ স্নিগ্ধতা পর্যটকদের কাছে বাড়তি পাওনা। আর তাই প্রতিদিনই বাড়ছে পর্যটকের সংখ্যা। মিরিককে ঘিরে গড়ে উঠেছে একাধিক হোম স্টে। সবমিলিয়ে গরমের ছুটিতে পর্যটকদের কাছে মিরিক নয়া ডেস্টিনেশন হয়ে উঠছে।
advertisement
advertisement
আরও পড়ুন: চলন্ত অটো থেকে চোখের নিমেষে ব্যাগ সাফাই, শিলিগুড়িতে চা‍ঞ্চল্য
এই পরিষেবা চালু হওয়ায় উত্তরবঙ্গে ফ্লিম ট্যুরিজমেও যোগ হবে নতুন মাত্রা। কাশ্মীরের ডাল লেকে শিকারায় কম বলিউড ছবির শ্যুটিং হয়নি। পাহাড়েও টয়ট্রেন থেকে শুরু করে একাধীক জায়গায় বহু হিন্দি এবং বাংলা হিট ছবির শ্যুটিং হয়েছে। শিকারা সেখানে নতুন মাত্রা এনে দেবে বই কি!  পর্যটকদের কাছেও যা বাড়তি আকর্ষণ, মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
মিরিকের পর উত্তরে আগামীদিনে গজলডোবায় তিস্তা নদীর বুকেও শিকারা চালুর পরিকল্পনা রয়েছে বলে পর্যটন দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: আর কাশ্মীর নয়, বাংলার বুকেই এবার ডাল লেক-শিকারা! জেনে নিন 'ঠিকানা'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement