Bangla News: চলন্ত অটো থেকে চোখের নিমেষে ব্যাগ সাফাই, শিলিগুড়িতে চা‍ঞ্চল্য

Last Updated:
পাশেই ছিলেন আরো দুই মহিলা যাত্রী। মাঝপথে এয়ারভিউ মোড়ে নেমে অন্য বাসে চড়ে পালাতে যান দুই মহিলা। (Bangla News)
1/6
চলন্ত সিটি অটো থেকে যাত্রী সেজে ব্যাগ সাফাই, আটক দুই মহিলা। (Bangla News)
চলন্ত সিটি অটো থেকে যাত্রী সেজে ব্যাগ সাফাই, আটক দুই মহিলা। (Bangla News)
advertisement
2/6
শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের ঘটনায় চাঞ্চল্য, সিটি অটোয় চেপে কোর্ট মোড় থেকে দেবীডাঙা যাচ্ছিলেন এক মহিলা যাত্রী। (Bangla News)
শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের ঘটনায় চাঞ্চল্য, সিটি অটোয় চেপে কোর্ট মোড় থেকে দেবীডাঙা যাচ্ছিলেন এক মহিলা যাত্রী। (Bangla News)
advertisement
3/6
পাশেই ছিলেন আরো দুই মহিলা যাত্রী। মাঝপথে এয়ারভিউ মোড়ে নেমে অন্য বাসে চড়ে পালাতে যান দুই মহিলা। (Bangla News)
পাশেই ছিলেন আরো দুই মহিলা যাত্রী। মাঝপথে এয়ারভিউ মোড়ে নেমে অন্য বাসে চড়ে পালাতে যান দুই মহিলা। (Bangla News)
advertisement
4/6
ওই সময় টুম্পা ঘোষ নামে যাত্রী দেখেন তাঁর ব্যাগ উধাও, চিৎকার করে দুই মহিলাকে চেপে ধরেন।
ওই সময় টুম্পা ঘোষ নামে যাত্রী দেখেন তাঁর ব্যাগ উধাও, চিৎকার করে দুই মহিলাকে চেপে ধরেন।
advertisement
5/6
আশপাশের লোকেরাও জড়ো হওয়ায় পালাতে পারেনি দুই মহিলা। পরে ওই দুই মহিলাকে আটক করে শিলিগুড়ি পুলিশ। উদ্ধার ব্যাগ। তাদের জেরা চলছে।
আশপাশের লোকেরাও জড়ো হওয়ায় পালাতে পারেনি দুই মহিলা। পরে ওই দুই মহিলাকে আটক করে শিলিগুড়ি পুলিশ। উদ্ধার ব্যাগ। তাদের জেরা চলছে।
advertisement
6/6
সূত্রের খবর আরও কিছু ব্যাগ মিলেছে দুই মহিলার হেপাজত থেকে। তদন্ত শুরু পুলিশের। (সব ছবি প্রতীকী)
সূত্রের খবর আরও কিছু ব্যাগ মিলেছে দুই মহিলার হেপাজত থেকে। তদন্ত শুরু পুলিশের। (সব ছবি প্রতীকী)
advertisement
advertisement
advertisement