Bangla News: বিয়ের বাকি ৩ দিন, ভাইয়ের হবু স্ত্রীয়ের সঙ্গে দাদার এমন 'কীর্তি' শুনে হতবাক সকলে!

Last Updated:

ধূপগুড়ির ঝাড় আলতাগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের ড্যাংকালীর পারিবারিক ত্রিকোণ প্রেমের কাহিনি যে কোনও সিনেমাকেও হার মানাবে। (Bangla News)

Bangla News (প্রতীকী ছবি)
Bangla News (প্রতীকী ছবি)
#ধূপগুড়ি: বাড়িতে জোরকদমে চলছে বিয়েবাড়ির প্রস্তুতি। আর দিন তিনেক পরেই বাড়িতে বিয়ে হওয়ার কথা। প্যান্ডেলের বাঁশ বাঁধা হয়েছে। পাড়া-প্রতিবেশীদের নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে। বাড়িতে আত্মীয়স্বজনদের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই যাকে বলে 'বিনা মেঘে বজ্রপাত'। বিয়ের কনে উধাও (Bangla News)। অন্য কোনও পরিবারের প্রেমিকের সঙ্গে নয়, কনে পালিয়েছে খোদ পাত্রের দাদার সঙ্গেই। ধূপগুড়ির ঝাড় আলতাগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের ড্যাংকালীর পারিবারিক ত্রিকোণ প্রেমের কাহিনি যে কোনও সিনেমাকেও হার মানাবে। (Bangla News)
আরও পড়ুন: রাজ্যজুড়ে একের পর এক দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৪ জনের!
সিনেমায় দেখা যায়, এক ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে অন্য ভাইয়ের পাত্রী পছন্দ হয়ে গেল। তারপর সেই সম্পর্কের টানাপোড়েনে ভর দিয়ে রুপোলি পর্দার কাহিনি এগোয়। কিন্তু এখানে তো কোনও সম্বন্ধ বা দেখাশোনার ব্যাপার নেই। ছোট ছেলে আর ওই মেয়েটি দীর্ঘদিন ধরেই একে অপরকে চেনে। বরং, বড় ভাইয়ের বিয়ে তো ঠিকই হয়ে গিয়েছে। মেয়েটির সম্বন্ধ বাড়ির ছোট ছেলের সঙ্গে হয়। বড় ছেলের জন্য পাত্রী দেখতেও শুরু করা হয়েছে সম্প্রতি। কিন্তু রাঙ্গালিবাজনার ওই যুবতীর গত চার দিন আগেই বড় দাদার সঙ্গে আলাপ বয়। তার মধ্যেই যে অন্য গল্প শুরু হয়ে যায় তা এক বছর ধরে প্রেমের সম্পর্কে থাকা ছোট ছেলে বোঝেইনি। এবং দাদার সঙ্গে ভাইয়ের হবু বউয়ের প্রেমের কথা কেউ টেরও পাননি। তাঁরা পালিয়ে বিয়েও করে ফেলেছেন বলে জানা গিয়েছে। (Bangla News)
advertisement
আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ
বিয়ের জন্য দুই পরিবারের মধ্যে প্রস্তুতি সারা, এদিকে দাদার এই কীর্তি। ছোট ভাই বলছেন, 'আমার সঙ্গে প্রতারণা করা হল।' আর দুই ভাইয়ের মা বলছেন, 'আমার বড় ছেলে এভাবে বিয়ে করল। এখন আমার ছোট ছেলের কী হবে?' পরিবার সূত্রে খবর, ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে হতে চলেছে মেয়েটির। কয়েক মাস ধরে সেই সম্পর্কের সুবাদে মাঝেমধ্যে বড় ভাই ওই মেয়েটিকে ফোন করত। হয়তো সেখান থেকেই দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। এই টুইস্টের পর বড় ছেলে আর তাঁর স্ত্রী, যে নাকি কিছুদিন আগে অবধিও ছিল ছোট ছেলের হবু বউ, এই গোটা বিষয়টি দুই ছেলের মা মেনে নেবেন কি না, জানতে উৎসুক গোটা পাড়া।
advertisement
advertisement
শেখ রকি চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: বিয়ের বাকি ৩ দিন, ভাইয়ের হবু স্ত্রীয়ের সঙ্গে দাদার এমন 'কীর্তি' শুনে হতবাক সকলে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement