Bangla News: রাজ্যজুড়ে একের পর এক দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৪ জনের!

Last Updated:

ট্রলির ধাক্কায় স্কুল যাওয়ার পথে প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির এক পড়ুয়া। (Bangla News)

#কলকাতা: রাজ্যের একাধিক জেলায় দুর্ঘটনায় প্রাণহানির খবর (Bangla News)। বুধবার সকাল থেকেই এমন মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কোথাও বেপরোয়া লরির ধাক্কা, তো কোথায় ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটেছে। ট্রলির ধাক্কায় স্কুল যাওয়ার পথে প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির এক পড়ুয়া। (Bangla News)
উলুবেড়িয়া শ্যামপুর রোডে মাঝি পাড়ায় লরি ও বাইকের সংঘর্ষে মৃত ২ আহত ১। মৃতদের নাম উদয় প্রামাণিক ও নারায়ণ বেরা। ওই দুর্ঘটনায় খোকন মন্ডল নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে। জানা গিয়েছে, গতকাল রাতে এক বাইকে তিন জন বাগান্ডা থেকে উলুবেড়িয়া আসার পথে মাঝি পাড়ার কাছে নিয়ন্ত্রন হারিয়ে ইট বোঝাই লরি ধাক্কা মারে বাইকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। (Bangla News)
advertisement
আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ
অন্যদিকে, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ট্যাক্সিচালকের। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদা শহরের হ্যান্টা কালী মন্দির সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও আর পি এফ পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি বিশু দাস (৩২)। বাড়ি কৃষ্ণপল্লী সিং পাড়া এলাকায়। তিনি পেশায় ট্যাক্সিচালক। মঙ্গলবার ট্যাক্সি নিয়ে বেরিয়েছিলেন তিনি। সারাদিন কাজকর্ম করার পর রাতে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: রান্নায় তেল কমান, আয়ু বাড়বে! কী ভাবে কমাবেন? রইল সহজ টিপস
মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ছাত্রীর। স্কুল যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কলমিজোড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, নাতাশা পোড়িয়া নামে এক স্কুলছাত্রী বাড়ি থেকে সাইকেলে চড়ে স্কুল যাওয়ার পথে মেশিন ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়। তানিয়া ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী নাতাশা। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘাটাল হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নাতাশার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: রাজ্যজুড়ে একের পর এক দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৪ জনের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement