Bangla News: রোজকার অশান্তি শেষে ঘুমালেন স্ত্রী! আর ঘুম ভাঙল না, কেন? স্বামীর 'নোংরা' কীর্তি শুনলে শিউরে উঠবেন

Last Updated:

Bangla News: ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ফাঁসিদেওয়ার তুফানডাঙি এলাকায়। ঘটনায় মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।

প্রতীকী ছবি (Image Courtesy AI)
প্রতীকী ছবি (Image Courtesy AI)
ফাঁসিদেওয়া: স্ত্রীকে শ্বাসরোধ করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। লিখিত অভিযোগে গ্রেফতার অভিযুক্ত স্বামী। কঠোর শাস্তির দাবি মৃতার পরিবারের! তদন্তে নেমেছে পুলিশ।
স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে পরে লুকোতে গিয়ে মৃত স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ফাঁসিদেওয়ার তুফানডাঙি এলাকায়। ঘটনায় মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: ইনি ভারতের প্রথম আইএএস অফিসার, গর্বিত বাঙালি! ছবি দেখে চিনতে পারছেন? বলুন তো কে?
জানা গিয়েছে প্রথমপক্ষের স্ত্রী মারা যাওয়ার পর ২০২০ সালে শাহনাজ খাতুনকে দ্বিতীয়বার বিয়ে করে মহম্মদ হাসিবুল। দ্বিতীয়বার বিয়ে করার পরে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করছিলেন। মৃতার দিদির অভিযোগ, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চরমে উঠলে প্রথমে শ্বাসরোধ করে খুন করে পরে ঘরের বিছানায় শুয়ে রাখে এবং দুই ছেলে বাইরে গেলে স্ত্রীকে ঘরের মধ্যেই ঝুলিয়ে দেয় অভিযুক্ত।
advertisement
advertisement
আরও পড়ুন: ঝড়-বৃষ্টি আসছে! ৪০ কিমি বেগে থাকতে পারে হাওয়ার দাপট, ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার লেটেস্ট খবর
ফাঁসিদেওয়া থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহম্মদ হাসিবুলকে গ্রেফতার করেছে। অন্যদিকে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে হত্যা নাকি নিছক আত্মহত্যা তার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ঘটনায় কঠোর শাস্তি দাবি জানান মৃতার দিদি।
advertisement
বিশ্বজিৎ মিশ্র
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: রোজকার অশান্তি শেষে ঘুমালেন স্ত্রী! আর ঘুম ভাঙল না, কেন? স্বামীর 'নোংরা' কীর্তি শুনলে শিউরে উঠবেন
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement