Bangla News: NJP স্টেশনে নামবেন? বিরাট খবর এবার! পাহাড়ের গাড়ি, হোটেল নিয়ে আর রইল না চিন্তা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Bangla News: পর্যটকদের সুবিধার্থে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে চালু হল পর্যটক সহায়তা কেন্দ্র।
শিলিগুড়ি: গরমের ছুটি শুরু হয়েছে রাজ্যের সরকারি বিদ্যালয়ে। এবার বেসরকারি ইংরেজি মাধ্যমেও গরমের ছুটি পড়তে চলেছে। তাই এখন পাহাড় সহ ডুয়ার্সে পর্যটকদের ঢল নামবে। একারণেই তাদের সহযোগিতার জন্য এগিয়ে এলো আইএনটিটিইউসি। পর্যটকদের সুবিধার্থে এবার নিউ জলপাইগুড়ি স্টেশনে সহায়তা কেন্দ্র চালু আইএনটিটিইউসি। বাইরে থেকে আসা পর্যটকরা কোনওরকম সমস্যায় পড়লে তারা সহযোগিতা করবেন। গাড়ি থেকে হোটেল সবকিছুই ঠিক করে দেওয়া হবে। শুধু তাই নয় গাড়ি ভাড়াও নিয়ন্ত্রণে রাখা হবে। এপ্রসঙ্গে শিলিগুড়ি ৩নম্বর টাউন ব্লকের আইএনটিটিইউসির সভাপতি সুজয় সরকার বলেন, “এই কেন্দ্রে ১৪জন কর্মী থাকবেন। তারাই পর্যটকদের সহযোগিতা করবে।”
পর্যটন মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে। ঠিক তখনই অকারণে গাড়ির ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দেয় কিছু অসাধু চালক। তার জন্য অনেক সময়ই বিপাকে পড়েন পর্যটকরা। এমনকি তাদের হেনস্থাও হতে হয়েছে। কিন্তু এবার তা আর কেউ করতে পারবে না। এই সঙ্গে সহায়তা কেন্দ্র গাড়ির ভাড়ার দিকেও নজর রাখবে। অযথা কেউ যদি আকাশছোঁয়া ভাড়া দাবী করে তাহলে তার মোকাবিলা করবে সহায়তা কেন্দ্রের কর্মীরা। নির্দিষ্ট ভাড়ার থেকে বেশি ভাড়া চাইলেই সেই চালকের সঙ্গে আলোচনায় বসবে আইএনটিটিইউসি কর্মীরা। এছাড়া পর্যটকদের হোটেল, গাড়ি বুক করে দেওয়া হবে।
advertisement
advertisement
শুধু তাই নয় রাস্তায়ও যদি কোনওরকম সমস্যায় পড়ে পর্যটকরা তাহলে তারা মোবাইলের মাধ্যমে কেন্দ্রে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তার ব্যবস্থাও করা হচ্ছে। নিউজলপাইগুড়ি স্টেশনের পাশে আইএনটিটিইউসির দফতর সংলগ্ন ফাঁকা জায়গায় এই সহায়তা কেন্দ্র খোলা হবে। যেখানে দিনরাত সবসময় ১৪জন কর্মী থাকবেন।
advertisement
এ প্রসঙ্গে শিলিগুড়ি ৩নম্বর টাউন ব্লকের আইএনটিটিইউসির সভাপতি সুজয় সরকার বলেন, “বাইরে থেকে আসা পর্যটকরা যাতে কোনওরকম সমস্যায় না পড়ে তার জন্যই আমাদের এই উদ্যোগ। গাড়ি ভাড়া থেকে হোটেল, গাড়ি বুকিং সব করা হবে। গোটা পর্যটন মরশুমে এটা খোলা থাকবে।”
advertisement
—— অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 2:27 PM IST