TMC-BJP: ধূপগুড়ি বাসস্ট্যান্ডে টোটো লাগাতে বাধা, বিজেপি-তৃণমূল সমর্থকদের মধ্যে উত্তেজনা
- Published by:Salmali Das
- local18
Last Updated:
TMC-BJP: বিজেপির ঝান্ডা নেওয়ার ‘অপরাধে’ বাসস্ট্যান্ডে টোটো লাগাতে দেওয়া হচ্ছে না—এই অভিযোগে তুমুল উত্তেজনা ছড়াল ধূপগুড়ির ডাউকিমারী রোড এলাকায়। তৃণমূল ও বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি। বিজেপি সমর্থিত টোটো চালকদের অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে।
রকি চৌধূরী, ধূপগুড়ি: বিজেপির ঝান্ডা নেওয়ার ‘অপরাধে’ বাসস্ট্যান্ডে টোটো লাগাতে দেওয়া হচ্ছে না—এই অভিযোগে তুমুল উত্তেজনা ছড়াল ধূপগুড়ির ডাউকিমারী রোড এলাকায়। তৃণমূল ও বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি। বিজেপি সমর্থিত টোটো চালকদের অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন বিজেপি সমর্থিত টোটো চালক ও বিজেপি নেতৃত্বরা।
অভিযোগ, ৩দিন আগে প্রায় আড়াইশো টোটো চালক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এরপর থেকেই তারা তৃণমূল নেতাদের চক্ষুশূল হয়ে ওঠেন। বিজেপি সমর্থিত টোটো চালকদের দাবি, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ডাউকিমারী বাসস্ট্যান্ডে তাদের টোটো লাগাতে দেওয়া হচ্ছে না। এমনকি যাত্রী তুলতেও বাধা দেওয়া হচ্ছে, যার ফলে চরম সমস্যায় পড়েছেন তারা।
advertisement
advertisement
রবিবার সকালে যারা বিজেপিতে যোগ দিয়েছেন, সেই টোটো চালকরা বাসস্ট্যান্ডে টোটো লাগাতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে ধূপগুড়ি থেকে নাথুয়াগামি রাজ্য সড়কের উপর শুয়ে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থিত টোটো চালকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের আধিকারিকরা। পরে ঘটনাস্থলে ছুটে যান বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক এবং মণ্ডল সভাপতি পাপাই বসাক। তাঁদের উপস্থিতির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে তীব্র বচসা শুরু হয়।ধূপগুড়ি পুলিশ এর তৎপরতায় পথ অবরোধ তুলে নে অবরোধকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2025 6:34 PM IST








