ভাদনগরের ‘মোদির স্কুল’-এ বিশেষ আমন্ত্রণ পেল বালুরঘাটের দুই পড়ুয়া

Last Updated:

গুজরাটের এই স্কুলেই এক সময় পড়াশোনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

+
বালুরঘাটের

বালুরঘাটের দুই পড়ুয়া।

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠশালায় পাঠ নিতে যাচ্ছে বালুরঘাটের দুই পড়ুয়া। শুধুমাত্র বালুরঘাট শহর নয়, রাজ্যের প্রতিনিধিত্ব করতে ডাক পেয়েছে বালুরঘাট পুরসভা এলাকার দুই বাসিন্দা। বালুরঘাট হাই স্কুলের ছাত্র সোমসিন্ধু দত্ত এবং বালুরঘাট গার্লস স্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ডাক পেয়েছেন গুজরাটের ভাদনগর স্কুলে।
গুজরাটের এই স্কুলেই এক সময় পড়াশোনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চলা ‘প্রেরণা’ কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন রাজ্যের সংস্কৃতির পরিচয় গড়ে তোলা এবং মেলবন্ধন ঘটানো। সূত্রের খবর, সুদুর গুজরাটের ভাদনগর স্কুলে মোট সাত দিনের আবাসিক ক্যাম্পে অংশগ্রহণ করে জেলার সংস্কৃতিকে তুলে ধরবেন বালুরঘাটের দুই পড়ুয়া।
advertisement
advertisement
পাশাপাশি ওই রাজ্যের সংস্কৃতির সঙ্গে রাজ্যের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর লক্ষ্য নিয়ে যাচ্ছে বালুঘাটের এই দুই পড়ুয়া। জহর নবোদয় স্কুলের মাধ্যমে আগে থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ছাত্র-ছাত্রী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দক্ষিণ দিনাজপুর জেলায়। যাদের মধ্যে মাত্র দুজনই সুযোগ পেয়েছে গুজরাটে যাওয়ার।
advertisement
দ্বাদশ শ্রেণির ছাত্র সোমসিন্ধু একদম ছোট্ট বয়স থেকেই মার্শাল আর্ট ও যোগা নিয়েই ব্যস্ত থেকেছে। যার ফলও পেয়েছে হাতে নাতে। বিভিন্ন বিদেশ ভ্রমণ করেছে, জাতীয় আন্তর্জাতিক স্তরের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। বারবার জিতেছে। অন্ততপক্ষে ২০০টিরও বেশি ইভেন্টে এবং সমস্ত প্রাইজ তাঁর বাড়িতে সুসজ্জিত অবস্থায় রেখেছেন তাঁর বাবা। ছেলের এই সাফল্যে গর্বিত তিনিও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুদূর গুজরাটে গিয়ে যোগ-অভ্যাস বিষয়েই অংশগ্রহণ করবে সোমসিন্ধু। অন্যদিকে, ঈশানী চক্রবর্তী ৫ বছর বয়স থেকেই রবীন্দ্র সংগীত নিয়ে চর্চা করেছে। সে গুজরাটের এই স্কুলে গিয়ে রবীন্দ্র সংগীত শোনাবে গানের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে তুলে ধরবে এই দুই পড়ুয়া। মোদির পাঠশালায় গিয়ে জেলার মান উজ্জ্বল করে আসবে তারা, এমনটাই আশা করছে এই দুই পড়ুয়ার পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভাদনগরের ‘মোদির স্কুল’-এ বিশেষ আমন্ত্রণ পেল বালুরঘাটের দুই পড়ুয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement