ভাদনগরের ‘মোদির স্কুল’-এ বিশেষ আমন্ত্রণ পেল বালুরঘাটের দুই পড়ুয়া
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
গুজরাটের এই স্কুলেই এক সময় পড়াশোনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠশালায় পাঠ নিতে যাচ্ছে বালুরঘাটের দুই পড়ুয়া। শুধুমাত্র বালুরঘাট শহর নয়, রাজ্যের প্রতিনিধিত্ব করতে ডাক পেয়েছে বালুরঘাট পুরসভা এলাকার দুই বাসিন্দা। বালুরঘাট হাই স্কুলের ছাত্র সোমসিন্ধু দত্ত এবং বালুরঘাট গার্লস স্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ডাক পেয়েছেন গুজরাটের ভাদনগর স্কুলে।
গুজরাটের এই স্কুলেই এক সময় পড়াশোনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চলা ‘প্রেরণা’ কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন রাজ্যের সংস্কৃতির পরিচয় গড়ে তোলা এবং মেলবন্ধন ঘটানো। সূত্রের খবর, সুদুর গুজরাটের ভাদনগর স্কুলে মোট সাত দিনের আবাসিক ক্যাম্পে অংশগ্রহণ করে জেলার সংস্কৃতিকে তুলে ধরবেন বালুরঘাটের দুই পড়ুয়া।
advertisement
আরও পড়ুন : মুম্বইয়ের ব্যস্ততা দুর্গাপুরের কুমোরটুলিতে! শিল্পাঞ্চলে বিশ্বকর্মার সঙ্গে টক্কর সিদ্ধিদাতার
advertisement
পাশাপাশি ওই রাজ্যের সংস্কৃতির সঙ্গে রাজ্যের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর লক্ষ্য নিয়ে যাচ্ছে বালুঘাটের এই দুই পড়ুয়া। জহর নবোদয় স্কুলের মাধ্যমে আগে থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ছাত্র-ছাত্রী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দক্ষিণ দিনাজপুর জেলায়। যাদের মধ্যে মাত্র দুজনই সুযোগ পেয়েছে গুজরাটে যাওয়ার।
advertisement
দ্বাদশ শ্রেণির ছাত্র সোমসিন্ধু একদম ছোট্ট বয়স থেকেই মার্শাল আর্ট ও যোগা নিয়েই ব্যস্ত থেকেছে। যার ফলও পেয়েছে হাতে নাতে। বিভিন্ন বিদেশ ভ্রমণ করেছে, জাতীয় আন্তর্জাতিক স্তরের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। বারবার জিতেছে। অন্ততপক্ষে ২০০টিরও বেশি ইভেন্টে এবং সমস্ত প্রাইজ তাঁর বাড়িতে সুসজ্জিত অবস্থায় রেখেছেন তাঁর বাবা। ছেলের এই সাফল্যে গর্বিত তিনিও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুদূর গুজরাটে গিয়ে যোগ-অভ্যাস বিষয়েই অংশগ্রহণ করবে সোমসিন্ধু। অন্যদিকে, ঈশানী চক্রবর্তী ৫ বছর বয়স থেকেই রবীন্দ্র সংগীত নিয়ে চর্চা করেছে। সে গুজরাটের এই স্কুলে গিয়ে রবীন্দ্র সংগীত শোনাবে গানের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে তুলে ধরবে এই দুই পড়ুয়া। মোদির পাঠশালায় গিয়ে জেলার মান উজ্জ্বল করে আসবে তারা, এমনটাই আশা করছে এই দুই পড়ুয়ার পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 2:46 PM IST