জলযন্ত্রণা শেষ, কিন্তু নতুন বিপদ শুরু! রাস্তায় ‘মৃত্যুফাঁদ’ ঘাটালে
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
এলাকায় রাস্তার উপর করা হয়েছে মাচা। সেই বাঁশ দিয়ে তৈরি মাচার উপরে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: বন্যার জল কমতেই বেরিয়ে আসছে একের পর এক রাস্তার কঙ্কালসার চেহারা। এক কথায় ভাঙাচোরা রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে ঘাটালবাসীকে। ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের হাজার জার মানুষজনকে এইভাবেই যাতায়াত করতে হচ্ছে।
এমনই ছবি দেখা গিয়েছে ঘাটাল ব্লকের অজবনগর ১ গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গাদহ সহ ঘাটাল শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কে। দেখা গিয়েছে, দীর্ঘদিন জলমগ্ন থাকার ফলে রাস্তাগুলি বেহাল অবস্থা। বেহাল রাস্তায় ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে পথ চলতি মানুষজন সহ স্কুল, কলেজ পড়ুয়াদের। যাতায়াতের ক্ষেত্রে একটু এদিক ওদিক হলেই যে কোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুন : সেনার ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবার আপনার চোখের সামনে! কোথায় গেলে এই সুযোগ পাবেন?
পুজোর আগে এই রাস্তাঘাটগুলি মেরামত করা প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। অজবনগর ১ গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গাদহ এলাকায় রাস্তার উপর করা হয়েছে মাচা। সেই বাঁশ দিয়ে তৈরি মাচার উপরে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। ৭-৮ টি গ্রামের মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। ফলে জলযন্ত্রণা কমলেও নতুন সমস্যা দেখা দিয়েছে ঘাটালবাসীর কাছে।
advertisement
advertisement
আরও পড়ুন : ফেরার পথে সর্বনাশ! সাগরের পর এবার রায়দিঘি, ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী
এই বিষয়ে জেলাশাসক খুরশিদ আলি কাদেরী বলেন, দ্রুত রাস্তা মেরামত হবে। কিন্তু স্থানীয়রা বলেছেন, পুজোর আগে হাতে বেশি সময় নেই। তাছাড়াও এখনও বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যেই। ফলে পুজোর আগে বেহাল রাস্তাগুলির হাল ফেরানো সম্ভব হবে কিনা, তা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন অনেকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 1:34 PM IST