ফেরার পথে সর্বনাশ! সাগরের পর এবার রায়দিঘি, ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী

Last Updated:
খারাপ আবহাওয়া থাকার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত হতে পারে বলে মনে করা হচ্ছে।
1/6
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়ে গেল রায়দিঘির এক মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর খোঁজে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে মৎস্যজীবী সংগঠনগুলির সদস্যরা। খবর দেওয়া হয়েছে রায়দিঘি থানায়। ছবি ও তথ্য: নবাব মল্লিক
<strong>রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা:</strong> দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়ে গেল রায়দিঘির এক মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর খোঁজে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে মৎস্যজীবী সংগঠনগুলির সদস্যরা। খবর দেওয়া হয়েছে রায়দিঘি থানায়।<strong> ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
2/6
জানা গিয়েছে এফবি রানী নামের ট্রলার থেকে পড়ে গিয়ে ওই মৎস্যজীবী নিখোঁজ হয়ে গিয়েছেন। প্রাথমিকভাবে ওই ট্রলারে থাকা অন্যান্য মৎস্যজীবীরা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর তারা উপকূলে খবর পাঠায়।
জানা গিয়েছে, এফবি রানী নামের ট্রলার থেকে পড়ে গিয়ে ওই মৎস্যজীবী নিখোঁজ হয়ে গিয়েছেন। প্রাথমিকভাবে ওই ট্রলারে থাকা অন্যান্য মৎস্যজীবীরা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর তাঁরা উপকূলে খবর পাঠায়। <strong> ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
3/6
খবর পাওয়ার পরই রায়দিঘি থেকে ওই মৎস্যজীবীকে উদ্ধারের জন্য মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অন্য ট্রলার পাঠানো হয়েছে। জানা গিয়েছে দুর্যোগের খবর পেয়েই ওই ট্রলারটি ঘাটে ফেরার চেষ্টা করছিল।
খবর পাওয়ার পরই রায়দিঘি থেকে ওই মৎস্যজীবীকে উদ্ধারের জন্য মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অন্য ট্রলার পাঠানো হয়েছে। জানা গিয়েছে, দুর্যোগের খবর পেয়েই ওই ট্রলারটি ঘাটে ফেরার চেষ্টা করছিল। <strong> ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
4/6
তবে কয়েকদিনের মধ্যে এমন ঘটনা বারবার ঘটায় আতঙ্কিত মৎস্যজীবীরা। এর আগে সাগরে দুই মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে পড়ে যায়। শুক্রবার তাদের দেহ উদ্ধার হয়েছে।
তবে কয়েকদিনের মধ্যে এমন ঘটনা বারবার ঘটায় আতঙ্কিত মৎস্যজীবীরা। এর আগে সাগরে দুই মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে পড়ে যায়। শুক্রবার তাদের দেহ উদ্ধার হয়েছে। <strong> ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
5/6
এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে রায়দিঘির মৎস্যজীবীর পড়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত মৎস্যজীবীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে।
এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে রায়দিঘির মৎস্যজীবীর পড়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত মৎস্যজীবীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। <strong> ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
6/6
এদিকে খারাপ আবহাওয়া থাকার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কাছে থাকা অন্য ট্রলার এবং উদ্ধারকারী ট্রলার মিলে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
এদিকে খারাপ আবহাওয়া থাকার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কাছে থাকা অন্য ট্রলার এবং উদ্ধারকারী ট্রলার মিলে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। <strong> ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
advertisement
advertisement