কখনও হাত ধরে টানছে, কখনও লুকোচুরি খেলছে! ছোট্ট মেদলার দুষ্টুমিতে ডুয়ার্স জুড়ে খুশির আমেজ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Baby Elephant Meghla: ছোট্ট হস্তিশাবক মেদলার কীর্তিতে ডুয়ার্স জুড়ে খুশির আমেজ। কয়েক মাস আগে মা হাতি ‘রামি’ ফুটফুটে একটি বাচ্চাকে জন্ম দিয়েছিল। পর্যটকেরা স্নেহভরে সেই বাচ্চাটির নাম দিয়েছেন 'মেদলা'
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ ছোট্ট হাতি মেদলা সুন্দরীর কীর্তিতে ডুয়ার্স জুড়ে খুশির আমেজ। ডুয়ার্স মানেই প্রকৃতির কোলে এক অন্যরকম আবেশ। সেই আবেশের সঙ্গেই এবার যুক্ত হয়েছে এক বিশেষ আকর্ষণ। সে হল রামসাই ওয়াচ টাওয়ারের ছোট্ট মেঘলা সুন্দরী। কয়েক মাস আগে মা হাতি ‘রামি’ ফুটফুটে একটি বাচ্চাকে জন্ম দিয়েছিল। পর্যটকেরা স্নেহভরে সেই বাচ্চাটির নাম দিয়েছেন ‘মেদলা’।
প্রজনন ঋতু পেরিয়ে জঙ্গলের দ্বার খুলতেই ডুয়ার্স জুড়ে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে। রামসাইয়ের এই ছোট্ট হাতি মেদলা সুন্দরীর খুনসুটি, দুষ্টুমি নজর কাড়ে সকলের। ওয়াচ টাওয়ারে কেউ পৌঁছলেই মেদলা এগিয়ে এসে কখনও সামনে দাঁড়িয়ে পড়ছে, কখনও আবার তাঁদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কখনও কখনও দৌড়ে চলে গিয়ে আবার ফিরে এসে লুকোচুরি খেলে খুদে।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোয় ধামাকা অফার! ফ্যামিলি প্যাকে ১৫টি আইটেম দিচ্ছে শহরের নামী রেস্তোরাঁ, মেনু দেখলে জিভে জল আসবে
মেদলার এই ছোট ছোট খুনসুটি পর্যটকদের হৃদয় ভরিয়ে দিচ্ছে। মোবাইল ও ভিডিও ক্যামেরায় তাঁর প্রতিটি মুহূর্ত বন্দি করছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকেরা বলছেন, ‘এমন দৃশ্য ডুয়ার্স ছাড়া আর কোথাও পাওয়া যায় না’।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রকৃতিপ্রেমী ও ভ্রমণকারীদের কাছে রামসাইয়ের এই ওয়াচ টাওয়ার ইতিমধ্যেই আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষত ছোট্ট মেদলার খেলা, খুনসুটি মন জয় করে নিয়েছে অনেকের। তাই ডুয়ার্স ভ্রমণের পরিকল্পনা থাকলে তালিকায় রামছাইয়ের মেদলা ওয়াচ টাওয়ারের নাম রাখতেই পারেন। দূর থেকে দাঁড়িয়ে মেদলার ফুটফুটে চঞ্চলতা দেখতে চাইলে চলে আসতে পারেন এই ঠিকানায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 7:12 PM IST