Siliguri News: শিলিগুড়ি পুরসভা নিয়ে তৃণমূল-বাম তরজা, মার্চে পুরসভা অভিযানের ডাক অশোকের ! 

Last Updated:

প্রাক্তন ও বর্তমান মেয়রের বাকযুদ্ধে সরগরম শিলিগুড়ির রাজনীতি ! 

শিলিগুড়ি পুরসভা নিয়ে তৃণমূল-বাম তরজা, মার্চে পুরসভা অভিযানের ডাক অশোকের ! 
শিলিগুড়ি পুরসভা নিয়ে তৃণমূল-বাম তরজা, মার্চে পুরসভা অভিযানের ডাক অশোকের ! 
পার্থপ্রতিম সরকার, শিলিগুড়ি: শহরের উন্নয়ন নিয়ে তরজায় প্রাক্তন ও বর্তমান মেয়র। আর তা নিয়েই শহরে রাজনৈতিক উত্তাপ ছড়াল। দাবি, পাল্টা দাবিতে সরগরম উত্তরবঙ্গের রাজনীতি। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার ওপর চাপ বাড়াতে নয়া কৌশল বামেদের। পালটা তোপ শাসকের।
১ বছর হল ক্ষমতায় এসছে তৃণমূল। প্রথমবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল। বছর খানেকের শাসনকালে বহু ঘোষণা করেছেন মেয়র গৌতম দেব। স্রেফ তা ঘোষণাতেই সীমাবদ্ধ। কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তুললেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন, শহরে পানীয় জলের সঙ্কট মেটেনি। অথচ ক্ষমতায় আসার আগে থেকেই অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন ওরা। যানজটে জেরবার শহর। ফুলেশ্বরী, জোড়াপানি নদীর সংস্কার হয়নি। অথচ মেয়র প্রতিদিনই মুখে প্রচুর ঘোষণা আর প্রতিশ্রুতির বন্যা বইয়ে যাচ্ছেন।
advertisement
advertisement
উলটে শহরের উন্নয়ন থমকে। নীল- সাদা রঙের প্রলেপ ছাড়া কিছুই পড়েনি। তারই প্রতিবাদে আগামী মার্চে শিলিগুড়ি পুরসভা ঘেরাওয়ের ডাক দিল বামেরা। সঙ্গে লক্ষ্য এক লাখ সাক্ষর সম্বলিত স্মারকলিপি। পুরবাসীর সাক্ষরসম্বলিত স্মারকলিপি মেয়রের হাতে তুলে দেওয়া হবে বলে অশোক ভট্টাচার্য জানিয়েছেন। সেই লক্ষ্যেই আজ থেকে গণ সাক্ষর অভিযান শুরু বামেদের। যার নেতৃত্বে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। টানা কয়েকদিন চলবে এই সাক্ষর সংগ্রহ অভিযান। পুরসভার ৪৭টি ওয়ার্ডেই চলবে এই অভিযান। সাধারণ মানুষদের পাশে নিয়েই ময়দানে প্রাক্তন মেয়র।
advertisement
অন্যদিকে প্রাক্তন মেয়রকে পালটা তোপ বর্তমান মেয়র গৌতম দেবের। তিনি বলেন, ‘‘আমরা তো ১ বছর হল ক্ষমতায়। আর উনি তো দীর্ঘদনের রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরেরই মন্ত্রী ছিলেন। সঙ্গে মেয়র, এসজেডিএর চেয়ারম্যান ছিলেন। কী করেছেন? উনিই তো পুরসভাকে আজ এই অবস্থায় রেখে গিয়েছেন। আমরা গত ১ বছরে কি কাজ করেছি আর কী কী কাজ করব, তার শ্বেতপত্র প্রকাশ করেছি। ওনাদের দীর্ঘদিনের শাসনকালে কী হয়েছে তার তালিকা কোথায় ? ’’
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: শিলিগুড়ি পুরসভা নিয়ে তৃণমূল-বাম তরজা, মার্চে পুরসভা অভিযানের ডাক অশোকের ! 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement