ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিজেপি সাংসদের ‘অবাক’ বেতন-বিধি! DA সমস্যার সমাধানে অভিনব প্রস্তাব বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। দেশজুড়ে অভিন্ন বেতন-বিধি চালুর প্রস্তাব বিজেপি সাংসদের। এ নিয়ে জোর শোরগোল। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, ‘‘অভিন্ন বেতন পরিকাঠামো চালু হলে ডিএ সমস্যার সমাধান কিছুটা হলেও সম্ভব হবে। কৃষকের টাকা যদি অ্যাকাউন্টে যায়। সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ৬০ শতাংশ কেন্দ্র দিক। রাজ্য ভাবনা চিন্তা করুক। এতে বেতন কাঠামোর পরিবর্তন হবে।’’
রাজ্যপালের সঙ্গে দেখা করে এমনটাই প্রস্তাব দিয়েছেন তিনি বলে দাবি জগন্নাথ সরকারের। সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। তারপরও কেন্দ্রীয় সরকারের হারে ডিএ’র দাবিতে পথে নেমেছেন সরকারি কর্মীদের একাংশ। এই পরিস্থিতিতে ডিএ-সমস্যার সমাধানে নয়া প্রস্তাব নিয়ে আসরে রানাঘাটের বিজেপি সাংসদ। বিজেপি সাংসদের এই প্রস্তাব ঘিরে জোর শোরগোল।
নানা মহলে নানা প্রশ্ন। হঠাৎ কেন এই প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ? নেপথ্যে কি কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? অভিন্ন বেতন বিধি তৈরি হলে কি দায় বাড়বে রাজ্য সরকারের? কেন্দ্রের সমান বেতন ও ডিএ দিতে কি বাধ্য হবে রাজ্য সরকার? যৌথ তালিকার বাইরে থাকা কর্মীদের সঙ্গে কি বেতনের ফারাক বাড়বে বাকিদের? বিভেদ কি বাড়বে? সেটা কি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ আরও বাড়িয়ে দেবে না? উল্টো দিকে রাজ্য সরকারি কর্মীদের নিয়ন্ত্রণ করার সুযোগ কি পেয়ে যাবে কেন্দ্র? বেতনের বেশি অংশ দিলে সেই কর্মীর বদলি এবং পদোন্নতির অধিকার কি কেন্দ্র হাতে নিতে চাইবে না? কেন্দ্র কোনও কারণে বরাদ্দ আটকালে সেই সমস্যার সমাধান কীভাবে হবে? কর আদায়ের কাঠামোতেও কি পরিবর্তন আনতে হবে না? এই ধরনের বহু প্রশ্ন সামনে আসছে। অর্থনীতিবিদদেরও নানা মত। অর্থনীতিবিদদের একাংশের কথায়, ‘‘রাজ্যের কর্মীদের দায়িত্ব রাজ্যকেই নিতে হবে। যৌথ তহবিল করলে রাজ্যের ক্ষমতা কমতে থাকবে।’’
আরও পড়ুন- জ্যোতিষচক্রে উদিত হতে চলেছেন শনিদেব, এই সকল রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ লাভজনক সময়
‘এক দেশ-এক ডিএ নয় কেন? অর্থনীতিবিদদের কথায়, ‘‘মুদ্রাস্ফীতি বাড়লে, ডিএ দিতে হবে। তার দায় কেন কেন্দ্রের হবে না? মুদ্রাস্ফীতি তো রাজ্যের জন্য হয়নি। জিএসটি তো দেশজুড়ে এক।’’ বিজেপি সাংসদের প্রস্তাব ঘিরে এভাবেই নানা মহলের নানা মত। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অন্যান্য রাজ্য ৩৪ শতাংশ ডিএ দিচ্ছে। আমাদের রাজ্য ৩ শতাংশ ডিএ বলছে অনেক দিয়েছি। কেন্দ্রের সঙ্গে তুলনা করছি না, আমি অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা করছি। অন্যান্য রাজ্য যেমন কেন্দ্র থেকে টাকা পায়, বাংলাও পায়। সব জায়গায় শর্টেজ। কেন্দ্র থেকে ঠিকই টাকা পান, শুধু মিথ্যা কথা বলেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ সরকার রাজ্যপালকে ডিএ সমস্যা সমাধানের ব্যাপারে সাজেশন দিয়েছেন। আমরা চাই অবিলম্বে সরকারি কর্মচারীদের ডিএ সমস্যার সমাধান ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, BJP, DA