Shani Uday 2023: জ্যোতিষচক্রে উদিত হতে চলেছেন শনিদেব, এই সকল রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ লাভজনক সময়

Last Updated:
জ্যোতিষগণনা অনুসারে, যে কোনও রাশিই অস্তমিত অবস্থায় সাধারণত তেমন ফল প্রদান করে না। এই অবস্থায় শনিদেব অস্তমিত থাকার কারণে তাঁর শক্তি কম থাকবে। অবশ্য শনিদেব শীঘ্রই পুনরায় উদিত হয়ে কিছু কিছু রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে চলেছেন। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রাশি শনিদেবের উদয়ের সঙ্গে সঙ্গে সুফল পাবেন।
1/6
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ৬ মার্চ, ২০২৩ সালে শনিদেব উদিত হতে চলেছেন। শনিদেব বর্তমানে নিজস্ব রাশি কুম্ভতে অস্তমিত অবস্থায় অবস্থান করছেন। জ্যোতিষগণনা অনুসারে, যে কোনও রাশিই অস্তমিত অবস্থায় সাধারণত তেমন ফল প্রদান করে না। এই অবস্থায় শনিদেব অস্তমিত থাকার কারণে তাঁর শক্তি কম থাকবে। অবশ্য শনিদেব শীঘ্রই পুনরায় উদিত হয়ে কিছু কিছু রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে চলেছেন। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রাশি শনিদেবের উদয়ের সঙ্গে সঙ্গে সুফল পাবেন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ৬ মার্চ, ২০২৩ সালে শনিদেব উদিত হতে চলেছেন। শনিদেব বর্তমানে নিজস্ব রাশি কুম্ভতে অস্তমিত অবস্থায় অবস্থান করছেন। জ্যোতিষগণনা অনুসারে, যে কোনও রাশিই অস্তমিত অবস্থায় সাধারণত তেমন ফল প্রদান করে না। এই অবস্থায় শনিদেব অস্তমিত থাকার কারণে তাঁর শক্তি কম থাকবে। অবশ্য শনিদেব শীঘ্রই পুনরায় উদিত হয়ে কিছু কিছু রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে চলেছেন। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রাশি শনিদেবের উদয়ের সঙ্গে সঙ্গে সুফল পাবেন।
advertisement
2/6
মেষ রাশি- মেষ জাতক-জাতিকাদের পক্ষে ৬ মার্চ, ২০২৩ তারিখে থেকে শুরু হওয়া আগামী ৩০ দিন অত্যন্ত শুভ ফলদায়ক প্রমাণিত হতে চলেছে। এই সময় স্বাস্থ্যের সমস্যা দূর হবে, বিদেশের সঙ্গে সম্পর্কিত কোনও কাজ যেমন ভিসা বা পাসপোর্টের সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে। কেরিয়ারে এই সময় উত্থান লক্ষ্যিত হবে। আর্থিক ক্ষেত্রেও এই সময় লাভবান হবেন তাঁরা।
মেষ রাশি- মেষ জাতক-জাতিকাদের পক্ষে ৬ মার্চ, ২০২৩ তারিখে থেকে শুরু হওয়া আগামী ৩০ দিন অত্যন্ত শুভ ফলদায়ক প্রমাণিত হতে চলেছে। এই সময় স্বাস্থ্যের সমস্যা দূর হবে, বিদেশের সঙ্গে সম্পর্কিত কোনও কাজ যেমন ভিসা বা পাসপোর্টের সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে। কেরিয়ারে এই সময় উত্থান লক্ষ্যিত হবে। আর্থিক ক্ষেত্রেও এই সময় লাভবান হবেন তাঁরা।
advertisement
3/6
 বৃষ রাশি- বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি ভাল হবে। যে কোনও ক্ষেত্রে পিতার সহযোগিতা মিলবে। সম্পত্তি বা যানবাহন ক্রয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে।
বৃষ রাশি- বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি ভাল হবে। যে কোনও ক্ষেত্রে পিতার সহযোগিতা মিলবে। সম্পত্তি বা যানবাহন ক্রয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে।
advertisement
4/6
মিথুন রাশি- শনিদেবের উদয়ের দিন থেকে শুরু করে আগামী ৩০ দিন পর্যন্ত মিথুন জাতক-জাতিকাদের জন্য সুদিন আসতে চলেছে। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে যা সমস্যা চলছে তা দূর হতে চলেছে। শত্রুরা পরাজিত হবে। স্বাস্থ্যক্ষেত্রেও পরিস্থিতি ভাল হবে।
মিথুন রাশি- শনিদেবের উদয়ের দিন থেকে শুরু করে আগামী ৩০ দিন পর্যন্ত মিথুন জাতক-জাতিকাদের জন্য সুদিন আসতে চলেছে। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে যা সমস্যা চলছে তা দূর হতে চলেছে। শত্রুরা পরাজিত হবে। স্বাস্থ্যক্ষেত্রেও পরিস্থিতি ভাল হবে।
advertisement
5/6
তুলা রাশি- তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের উদয় লাভজনক ফলাফল বয়ে আনতে চলেছে। এই সময় বিনিয়োগ করলে তা জাতক-জাতিকাদের শুভ ফল দেবে। আইনি মামলাতেও জাতক-জাতিকারা জয়ী হবেন। যে কোনও প্রকারের বাদ-বিবাদ সমাপ্ত হবে। কেরিয়ারে উন্নতি হবে।
তুলা রাশি- তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের উদয় লাভজনক ফলাফল বয়ে আনতে চলেছে। এই সময় বিনিয়োগ করলে তা জাতক-জাতিকাদের শুভ ফল দেবে। আইনি মামলাতেও জাতক-জাতিকারা জয়ী হবেন। যে কোনও প্রকারের বাদ-বিবাদ সমাপ্ত হবে। কেরিয়ারে উন্নতি হবে।
advertisement
6/6
বৃশ্চিক রাশি- বর্তমানে বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়া চলছে। শনিদেবের উদয়ে জীবনে সমস্যা কিছুটা কম হবে। আর্থিক পরিস্থিতিও খানিকটা ভাল হবে। কোনও নতুন কাজের সূচনা হতে পারে। যে কোনও কাজে পিতার সাহায্য মিলবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বৃশ্চিক রাশি- বর্তমানে বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়া চলছে। শনিদেবের উদয়ে জীবনে সমস্যা কিছুটা কম হবে। আর্থিক পরিস্থিতিও খানিকটা ভাল হবে। কোনও নতুন কাজের সূচনা হতে পারে। যে কোনও কাজে পিতার সাহায্য মিলবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement