Shani Uday 2023: জ্যোতিষচক্রে উদিত হতে চলেছেন শনিদেব, এই সকল রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ লাভজনক সময়
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
জ্যোতিষগণনা অনুসারে, যে কোনও রাশিই অস্তমিত অবস্থায় সাধারণত তেমন ফল প্রদান করে না। এই অবস্থায় শনিদেব অস্তমিত থাকার কারণে তাঁর শক্তি কম থাকবে। অবশ্য শনিদেব শীঘ্রই পুনরায় উদিত হয়ে কিছু কিছু রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে চলেছেন। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রাশি শনিদেবের উদয়ের সঙ্গে সঙ্গে সুফল পাবেন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ৬ মার্চ, ২০২৩ সালে শনিদেব উদিত হতে চলেছেন। শনিদেব বর্তমানে নিজস্ব রাশি কুম্ভতে অস্তমিত অবস্থায় অবস্থান করছেন। জ্যোতিষগণনা অনুসারে, যে কোনও রাশিই অস্তমিত অবস্থায় সাধারণত তেমন ফল প্রদান করে না। এই অবস্থায় শনিদেব অস্তমিত থাকার কারণে তাঁর শক্তি কম থাকবে। অবশ্য শনিদেব শীঘ্রই পুনরায় উদিত হয়ে কিছু কিছু রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে চলেছেন। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রাশি শনিদেবের উদয়ের সঙ্গে সঙ্গে সুফল পাবেন।
advertisement
মেষ রাশি- মেষ জাতক-জাতিকাদের পক্ষে ৬ মার্চ, ২০২৩ তারিখে থেকে শুরু হওয়া আগামী ৩০ দিন অত্যন্ত শুভ ফলদায়ক প্রমাণিত হতে চলেছে। এই সময় স্বাস্থ্যের সমস্যা দূর হবে, বিদেশের সঙ্গে সম্পর্কিত কোনও কাজ যেমন ভিসা বা পাসপোর্টের সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে। কেরিয়ারে এই সময় উত্থান লক্ষ্যিত হবে। আর্থিক ক্ষেত্রেও এই সময় লাভবান হবেন তাঁরা।
advertisement
advertisement
advertisement
advertisement
বৃশ্চিক রাশি- বর্তমানে বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়া চলছে। শনিদেবের উদয়ে জীবনে সমস্যা কিছুটা কম হবে। আর্থিক পরিস্থিতিও খানিকটা ভাল হবে। কোনও নতুন কাজের সূচনা হতে পারে। যে কোনও কাজে পিতার সাহায্য মিলবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)