Sand Dust Art: গুঁড়ো গুঁড়ো পাথর দিয়ে এমন আর্ট ওয়ার্ক! দেবাশীষ কুন্ডুর শিল্পকলায় মুগ্ধ সকলে
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
মাটি, পাথরের গুঁড়ো, কাঠের গুঁড়ো — এসব প্রাকৃতিক উপাদান দিয়েই দেবাশীষ বাবু তৈরি করলেন দারুন চিত্রকলা। পাথরের গুঁড়ো দিয়ে তৈরি বিশেষ বিশেষ এই চিত্রকলা না দেখলে বিশ্বাস করা যায় না। দেবাশীষ বাবুর এই কীর্তি দেখে অবাক শহরবাসী।
শিলিগুড়ি : মানুষ কিভাবে ছবি আঁকতে শিখেছিল তা আজ আর জানার উপায় নেই। কেনই বা মানুষ ছবি আঁকতো সেটাও আজ আর সঠিক ভাবে জানার উপায় নেই। তবে পাথরের গায়ে আদিম মানুষের ছবি আঁকার গল্প আমরা সকলেই জানি। প্রাচীনকালের প্রথম শিল্পীর ছায়াই যেন দেখা গেল শিলিগুড়ির এই শিল্পীর হাতে। মাটি, পাথরের গুঁড়ো, কাঠের গুঁড়ো — এসব প্রাকৃতিক উপাদান দিয়েই দেবাশীষ বাবু তৈরি করলেন দারুন চিত্রকলা। পাথরের গুঁড়ো দিয়ে তৈরি বিশেষ বিশেষ এই চিত্রকলা না দেখলে বিশ্বাস করা যায় না। দেবাশীষ বাবুর এই কীর্তি দেখে অবাক শহরবাসী।
আদিম কালের মত এই চিত্রকলা পাথরের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে।টিবে এর মধ্যে অবশ্যই আধুনিকতার ছোঁয়া রয়েছে। শিলিগুড়ির বাসিন্দা দেবাশীষ কুন্ডু সাধারণত বাঁশের তৈরি জিনিস তৈরি করেই আজকে শহরের বুকে যথেষ্ট উজ্জ্বল একজন শিল্পী। তারই মস্তিষ্ক প্রসূত এই পাথরের গুঁড়ো দিয়ে তৈরি চিত্রকলা। পাথরের গুঁড়ো দিয়ে ছবি বানিয়ে তিনি রীতিমত অবাক করে দিয়েছেন সকলকে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
কী করে এমন জিনিস মাথায় আসলো জিজ্ঞেস করতেই তিনি জানান, “আমাদের শিল্পী মনে সব সময়ই নতুন কিছু করার চিন্তাভাবনা থাকে। সেই নতুন তৈরি করতে গিয়েই এমন চিন্তা মাথায় আসে। আমরা এই জিনিসটার প্রচার এখনো সেভাবে করিনি তবে যারা যারা আমার এই কাজ দেখেছে প্রত্যেকেই এরকম জিনিস কেনার জন্য ভীষণভাবে আগ্রহী।”
advertisement
দেবাশীষ বাবু জানান, “যে কোনো প্লাইউড বা যেকোন কাঠামোর উপর প্রথমে ছবি আঁকা হয় তারপর আঠা দিয়ে একটা লেয়ার বানানো হয়। তারপর পাথরগুলো গুঁড়ো করে আঠা লাগানো জায়গাগুলোতে লাগিয়ে দিয়ে এমন জিনিস তৈরি করা যায়। এমন জিনিস ভীষণ টেকসই হয়।” ইতিমধ্যে ১০ হাজার টাকা খরচ করে এক হোটেল ব্যবসায়ী তাদের এই চিত্রকলা অর্ডার নিয়েছেন। এছাড়াও বাঁশ দিয়ে তৈরি কাজের উপরেও এমন পাথরের গুঁড়োর কাজ করা হচ্ছে বলে জানান তিনি। আগামীতে নতুন নতুন ক্রিয়েটিভ জিনিস তৈরি করে নিজেকে আরও বড় জায়গায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন দেবাশীষ বাবু।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2024 5:01 PM IST









